বাংলা হান্ট ডেস্ক : কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা যে হারে ডিএ (Dearness Allowance) পাচ্ছেন তার সিকিভাগও পাচ্ছেননা এই রাজ্যের কর্মচারীরা (State Government Employees)। বিগত বহুদিন ধরেই আন্দোলন করছেন তারা। আর এবার ডিএ আন্দোলনকারীদের জন্য বিরাট ধাক্কা। সংগ্রামী যৌথ মঞ্চের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। নবান্নের সামনে বাস স্ট্যান্ডের কাছে যে বৃহত্তর মিছিলেরা ডাক দেওয়া হয়েছিল তার অনুমতি দিলনা হাইকোর্ট।
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছিল বছর শেষে এবং বছর শুরুতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। কথা ছিল আগামী ১৯ থেকে ২২ ডিসেম্বর নবান্ন বাসস্ট্যান্ডে সভার আয়োজন করা হবে। সভার অনুমতি চেয়ে আবেদন জানানো হয় হাইকোর্টেও। তবে সেই আবেদন মঞ্জুর তো হয়ইনি উল্টে বিচারপতি জয় সেনগুপ্ত আবেদন খারিজ করে দেন।
বিচারপতি জানান, আন্দোলনকারীরা বৃহত্তর সভার জন্য যে স্থান বেছে নিয়েছে তার অনুমতি দেওয়া সম্ভব নয়। ঐ পথ ধরেই রোজ হাজার হাজার মানুষ যাতায়াত করে। তাই ঐ জায়গায় পথ অবরোধ করলে সাধারণ মানুষ অসুবিধায় পড়বে। তবে এখন তারা যে ময়দানে বসে আন্দোলন করছেন তাতে কোনও আপত্তি জানায়নি হাইকোর্ট। তবে নবান্ন বাসস্ট্যান্ডের মত একটা কর্মব্যস্ত এলাকায় ১৯ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সভা করার অনুমতি দেওয়া সমস্যার বলেই জানিয়েছেন তিনি।
আরও পড়ুন : ‘মহাবিশ্বের কোনও শক্তিই আর…’, 370 ধারা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর বিষ্ফোরক নরেন্দ্র মোদী
তবে শোনা যাচ্ছে আন্দোলনকারীদের মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী সোমবার এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। তারপর থেকেই নিরাশার মেঘ ঘিরে ধরেছে আন্দোলনকারী সরকারি কর্মীদের। যে বৃহত্তর আন্দোলনের কথা তারা ভাবছিলেন তা এখন বিশ বাঁও জলে।
যদিও আন্দোলনকারীদের দাবি, ডিএ আন্দোলন থামবেনা। ডিসেম্বর তো বটেই, সেইসাথে আন্দোলন চলবে জানুয়ারিতেও। নতুন বছরের শুরুতেই মহা মিছিল শুরু হবে কলকাতার রাস্তায় রাস্তায়। শিয়ালদা, হাওড়া, হাজরা মোড়ে মিছিলে হাঁটবেন শত শত সরকারি কর্মীরা। বছর শুরুর সাথে ডিএ আন্দোলনের প্রভাব যে বাড়বে সেকথা বলাই বাহুল্য।