ধনকড়ের মিমিক্রি করলেন কল্যাণ! জাঠদের পাশে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর

বাংলাহান্ট ডেস্ক : বিশৃঙ্খল আচরণের অভিযোগে সোমবারই ৭৮ জন এবং মঙ্গলবার নতুন করে আরও ৫০ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এরই প্রতিবাদে মঙ্গলবার সাসপেন্ড হওয়া সাংসদরা সংসদের বাইরে গান্ধীমূর্তির কাছে ধর্নায় বসেছিলেন। সেখানেই হাত পা নেড়ে নানান অঙ্গভঙ্গি করে জগদীপ ধনকড়কে নকল করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতিকে যখন তৃণমূল সাংসদ মিমিক্রি করছিলেন ঠিক তখন সেই মুহুর্ত ক্যামেরাবন্দী করেন রাহুল গান্ধী। এরপরেই তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে। ইতিমধ্যে সোশ্যাল সাইটে ভাইরাল ওই ভিডিও। ১ মিনিট ১৪ সেকেন্ডের ওই ভিডিওয় দেখা যাচ্ছে, জগদীপ ধনকড় যেভাবে কথা বলেন, অনেকটা সেই স্টাইলটাই দেখানো হচ্ছে।

আরোও পড়ুন : সুখবর, কপাল খুলতে চলেছে চাকরিপ্রার্থীদের! প্রচুর শূন্যপদ, দেশজুড়ে কর্মী নিয়োগ ব্যাঙ্ক অফ বরোদার

বলা বাহুল্য, বাকিরা তাড়িয়ে তাড়িয়ে কল্যাণের সেই মিমিক্রি উপভোগ করছেন। কিন্তু সেই ভিডিও যেমন ভাইরাল হওয়ার জন্য জগদীপ ধনকড়করের কাছে পৌঁছেছে, ঠিক তেমনই জাঠ সম্প্রদায়ের নজরেও এসেছে ভিডিওটি। এরপরেই ‘দ্যা জাট অ্যাসোসিয়েশন’  পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, “দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় জাট সম্প্রদায়ের গর্ব। তাকে উপহাস করা হয়েছে। আগামী লোকসভা নির্বাচনে এই উপহাসের হিসাব নেবে জাট সম্প্রদায়ের মানুষ।”

জাঠ সম্প্রদায়ের পাশাপাশি কল্যান বন্দ্যোপাধ্যায়ের এহেন আচরণের বিরোধিতা করেছে বিজেপি নেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতাও একটি পোস্ট করেন এক্স হ্যান্ডেলে। শুভেন্দুর কথায়, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আচরণ অসম্মান করেছে রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা দেশের বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে।

আরোও পড়ুন : শ্বেতশুভ্র পাহাড়ের গায়ে রোদের ঝিলিক, টেক্কা দেবে টাইগার হিলকেও! সামান্য খরচেই চলে আসুন এই পাহাড়ি গ্রামে

এক্স প্ল্যাটফর্মে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, “আমি জাট সম্প্রদায়ের ভাই-বোনেদের আশ্বস্ত করতে চাই, পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত এক সাংসদের অসম্মানজনক ও নির্লজ্জ আচরণে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও বিরক্ত। জগদীপ ধনকড় একজন কৃষক পরিবারের সন্তান ও জাট সম্প্রদায়ের মানুষ। এছাড়াও তিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল।”

পাশাপাশি তার আরোও সংযোজন, “পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে সংবিধান পালন করেছেন। তৃণমূল সাংসদদের এভাবে তাকে নকল করে বিদ্রুপ করাটা অসম্মানজনক। তৃণমূল সাংসদদের এই আচরণের জবাব বাংলার মানুষ আগামী নির্বাচনে তাদের দলের প্রত্যেকটি বিধায়ক ও সাংসদদের দেবেন।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর