বাংলা হান্ট ডেস্ক: ডিসেম্বরে জাঁকিয়ে পড়ছে শীত। কোথাও ৫ কোথাও ৯। উত্তর থেকে দক্ষিণ সবই শীতে (Winter) কাবু। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ৯ এর কাছাকাছি ছিল গতকাল। মহানগরীতেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম ছিল। তবে আলিপুর আবহাওয়া অফিস জানাল ফের ভোল বদলাবে আবহাওয়া।
শীতের দারুন ব্যাটিং এবার কিছুটা হলেও কমতে চলেছে। হাওয়া অফিস পূর্বাভাস, দিন তিনেক পরেই তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আগামী পাঁচ দিন উত্তর ও দক্ষিণবঙ্গে যেমন ঠান্ডা ছিল তেমনই থাকবে। তবে ২২ তারিখের পর থেকে বাড়বে গরম।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার রাজ্যের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত কিছুদিন মেঘলা আকাশ থাকবে রাজ্যের অধিকাংশ জায়গায়। কারণ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে দুই বঙ্গেই। রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
আজ বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ক্ষণে ক্ষণে আবহাওয়ার পরিবর্তন। আগামী ২২ ডিসেম্বর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গেও কিছুটা বাড়বে তাপমাত্রা। আপাতত দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী তিনদিন রাতের তাপমাত্রা পরিবর্তন হবে না। তবে বড়দিনের সময়ে ঠান্ডার আমেজ কিছুটা কমতে পারে রাজ্যে।
আরও পড়ুন: সেঞ্চুরি! সাসপেন্ড I.N.D.I.A জোটের ১৪১ সাংসদ, লোকসভার আগে ‘বিরোধীশুন্য’ সংসদ?
পশ্চিমের জেলা গুলিতে এমনিতেই ঠান্ডা বেশি পড়ে। পুরুলিয়া, বাঁকুড়ার সহ পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়তে পারে। বুধবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা একই রকম থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী সপ্তাহে কিছুটা বাড়বে তাপমাত্রা।