বাংলা হান্ট ডেস্ক : ফের দুর্নীতির অভিযোগ, সেই ইডির (Enforcement Directorate) কাঠগড়ায় রাজ্যের মন্ত্রী। তবে এবার বাংলা নয়, এবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ প্রান্তের রাজ্য তামিলনাড়ুতে (Tamilnadu)। বৃহস্পতিবার মাদ্রাজ হাইকোর্ট তামিলনাড়ুর উচ্চশিক্ষা মন্ত্রী কে পোনমুডি (Higher Education Minister K Ponmudy) এবং তার স্ত্রী পি ভিসালাক্ষীকে একটি মামলায় তিন বছরের জন্য কারাদণ্ডের সাজা দিয়েছে। তারপর থেকেই তোলপাড় রাজ্য রাজনীতি।
এইদিন বিচারপতি জি জয়চন্দ্রনের বেঞ্চ জানিয়েছে, পোনমুডি ও তার স্ত্রীর ৩ বছরের জেল হেফাজতের পাশাপাশি এবং প্রত্যেককে ৫০ লাখ টাকা করে জরিমানা দিতে হবে। এবং জরিমানা দিতে ব্যর্থ হলে আরও ছয় মাসের কারাদণ্ডের বিধান দেওয়া হয়েছে। সেইসাথে এই রায়ে দোষীদের সুপ্রিম কোর্টে আপিল করার জন্য ৩০ দিনের সময় দেওয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে একটি নিম্ন আদালত এই মামলায় পোনমুডিকে খালাস করে দিয়েছিল। তবে এবার আর রেহাই মিললনা মন্ত্রীর। উল্লেখ্য, এর আগে ২০২০ সালে পোনমুডির ছেলে গৌতম সিংমানিও এসেছিলেন ইডি স্ক্যানারে। মূলত আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ছিল কল্লাকুরিচি বিধানসভা এলাকা থেকে সাংসদ হওয়া গৌতমের বিরুদ্ধে।
সেবার গৌতমের ৮.৬ কোটি টাকার সম্পত্তি নিয়ে প্রশ্ন উঠেছিল। অবৈধ অধিগ্রহণ এবং বৈদেশিক মুদ্রা ফেরত না দেওয়ার অভিযোগে ইডির তলব গিয়েছিল তার কাছে। আর এবার তার বাবা খোদ পোনমুডি ইডির নজরদারিতে। উল্লেখ্য, ২০০৬ সালের ১৩ এপ্রিল থেকে ২০১২ সালের ১৩ মে এই সময়কাল পর্যন্ত তামিলনাড়ুর খনি মন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন পোনমুডি। সেই সময় একাধিক নিয়মবিরুদ্ধ কাজ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই সাথে আর্থিক তছরুপেরও অভিযোগ রয়েছে।