বাংলাহান্ট ডেস্ক : ফ্ল্যাটের মধ্যে ঢুকে যুবতীকে ধর্ষণ (Rape)। তারপর নগ্ন অবস্থায় সেলফি। আবার বার্তাও লিখে রেখে গেল ধর্ষক, ‘আবার আসব’! কলকাতায় কসবা আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনা নিয়ে যখন তোলপাড় পড়ে গিয়েছে বিভিন্ন মহলে, তখনই আবারও একটি ধর্ষণের ঘটনা স্তম্ভিত করে দিল সকলকে। অভিজাত আবাসনের ফ্ল্যাটে ঢুকে যুবতীকে ধর্ষণের (Rape) ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন।

ফ্ল্যাটের মধ্যে ঢুকে ধর্ষণের (Rape) ঘটনায় চাঞ্চল্য
ঘটনাটি মহারাষ্ট্রের পুণের। একটি অভিজাত সোসাইটিতে বসবাস বছর ২৫ এর নির্যাতিতার। জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ একজন এসে বেল বাজান তাঁর ফ্ল্যাটে। কুরিয়ার বয় সেজে একজন এসেছিল বলে অভিযোগ। যুবতীকে বলা হয়, তাঁর নামে পার্সেল রয়েছে। সই এবং ওটিপি লাগবে।
কুরিয়ারের লোক সেজে আসে অভিযুক্ত: যুবতী জানন, তিনি বলেছিলেন যে তাঁর নামে কোনো পার্সেল আসার নেই। কিন্তু ওই যুবক জোরাজুরি করতে থাকে। তখন যুবতী সেফটি ডোর খোলা রেখেই ভেতরে যান মোবাইল আনতে। সেই সুযোগেই অভিযুক্ত ফ্ল্যাটের মূল দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। তারপর অতর্কিতে যুবতীর মুখে কিছু একটা স্প্রে করে তাঁকে ধর্ষণ (Rape) করে বলে অভিযোগ। অত্যাচারের চোটে যুবতী অচৈতন্য হয়ে যান। কিন্তু এখানেই শেষ নয়।
আরো পড়ুন : কসবা কাণ্ডে RG Kar-এর স্মৃতি, ‘অভয়া’র বাবা মাকে নিয়ে পতাকা ছাড়া নবান্ন অভিযান শুভেন্দুর, চাপে রাজ্য!
নিরাপত্তা নিয়ে প্রশ্ন: পাশবিক অত্যাচার চালানোর পর যুবতীর ফোন নিয়েই নগ্ন অবস্থায় সেলফি তোলে ধর্ষক (Rape)। তারপর মেসেজে লিখে যায়, ‘আবার আসব’! এই চাঞ্চল্যকর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ওই অভিজাত সোসাইটিতে। এমন অভিজাত আবাসনেও যদি এমন ঘটনা ঘটে যায় তবে নিরাপত্তা কোথায়? উঠতে শুরু করেছে প্রশ্ন।
আরো পড়ুন: তিন দিন আগে থেকেই মহরমের শোভাযাত্রা, নবান্ন অভিযানে অনুমতি না মেলায় বড় সিদ্ধান্ত চাকরিহারাদের
যুবতীর অভিযোগের ভিত্তিতে দায়ের করা হয়েছে মামলা। তাঁর মুখে কী স্প্রে করা হয়েছিল তা জানতে করা হচ্ছে ফরেনসিক পরীক্ষাও। পাশাপাশি আবাসনের সিসিটিভি ফুটেজও পুলিশ খতিয়ে দেখছে বলে খবর।