বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ (2024 T20 World Cup)। তার আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের হয়ে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)।
কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরের টি-টোয়েন্টি সিরিজে একেবারেই তাকে মাঠে নামায়নি বিসিসিআইয়ের ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তারপর ওডিআই সিরিজে তিনি ভারতীয় দলের (Indian Cricket Team) হয়ে মাঠে নেমেও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন রুতুরাজ।
সিরিজের নির্ণায়ক ম্যাচে তিনি ভারতীয় দলের অংশ হতে পারেননি। লোকেশ রাহুল জানিয়ে দিয়েছেন যে চোটের কারণে তিনি আর এই সিরিজের অংশ নন। আঙুলের চোটের কারণে তিনি শেষ ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন।
আরও পড়ুন: অপেক্ষার অবসান, IPL নিলামে ভারতীয় ক্রিকেটকে ভবিষ্যতের ধোনি খুঁজে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়!
অথচ টি-টোয়েন্টি সিরিজে বাদ পড়ার পর এটা তার কাছে একটা আদর্শ সুযোগ হতে পারতো প্রত্যাবর্তন করার এবং নির্বাচকদের চোখে আঙুল দিয়ে তাদের ভুল হয়েছে, সেটা বুঝিয়ে দেওয়ার। কিন্তু সেই সুযোগ হাতছাড়া করে ফেলেছেন তিনি।
আরও পড়ুন: কোহলির দশাই হলো রোহিত শর্মার! এই কারণে হিটম্যানের হাত থেকে নেতৃত্ব ছিনিয়ে দেওয়া হলো হার্দিককে
জোহানেসবার্গে সিরিজের উদ্বোধনী ম্যাচে উইয়ান মুলডারের পাতা ফাঁদে ফেঁসে মাত্র পাঁচ রানে আউট হন তিনি। এরপর দ্বিতীয় ওয়ান ডে-তে নান্দ্রে বার্গারের বলে তিনি সহজেই আউট হওয়ায় ভারতীয় দল ম্যাচ হারে। চেন্নাই সুপার কিংস ওপেনার ওই ম্যাচে মাত্র চার রান করতে পেরেছিলেন।