বাংলা হান্ট ডেস্ক: তাপমাত্রা বাড়ছে, আবার বৃষ্টিতে মিলছে স্বস্তি। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আপাতত এই সিলসিলাই জারি থাকবে বলে জানাল আলিপুর আবহাওয়া অফিস। রবিবার পর্যন্ত কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি, আবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবার কেমন থাকবে আবহাওয়া? সম্পূর্ণ আপডেট জানুন।
কোথাও ঝমঝম, কোথাও টুপটাপ | South Bengal Weather
শুক্রবার গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া এবং হুগলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া দুই বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা-সহ অন্য জেলাতেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।
এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনাতে। সতর্কতা জারি হয়েছে এই সব জেলায়।
শনিবার দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। রবিবার বৃষ্টি কমবে কিছুটা। ছুটির দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। সতর্কতাও রয়েছে।
আরও পড়ুন: অভিনেতার মতোই পরিণতি ম্যানেজারেরও, সুশান্তের পর দিশার মৃত্যুতেও জমা পড়ল চূড়ান্ত রিপোর্ট!
উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather
আজ শুক্রবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। এই তিন জেলায় সতর্কতা জারি রয়েছে। বাকি জেলা গুলিতে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার অধিক বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায়। রবিবারও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে।