বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অমান্য করায় রাজ্য সরকারের বিরুদ্ধে সরাসরি অবমাননার মামলা (Contempt of court) ঠুকেছে ‘কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল’। সুপ্রিম সময়সীমা শেষ হলেও পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ-র (Dearness Allowance) ২৫ শতাংশ দেয়নি রাজ্য সরকার। উল্টে আরও ৬ মাস সময় চেয়ে ফের শীর্ষ আবেদন করেছে রাজ্য সরকার। যা নিয়ে ক্ষোভ আরও বেড়েছে সরকারি কর্মীদের মধ্যে।

ডিএ-র আশায় কয়েক লক্ষ | Dearness Allowance
সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে বলেন, রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করায় আদালত অবমাননার নোটিস ধরানো হয়েছে। আদালতে রাজ্যের আবেদন ‘ধোপে টিকবে না।’ বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, রাজ্য সরকার ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে। সেই আবেদনেই ডিএ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম নির্দেশ কার্যকর করতে আরও ছয় মাস সময় দরকার বলেও জানানো হয়েছে।
রাজ্যের যুক্তি, বকেয়া ডিএ মেটাতে যে পরিমাণ অর্থ প্রয়োজন, চলতি অর্থবর্ষে সেই বাজেট বরাদ্দ নেই।
ডিএ দয়া না অধিকার?
আদালতে রাজ্যের তরফে আবেদন করা হয়, যেহেতু নির্দেশ পুনর্বিবেচনার জন্য আবেদন করা হচ্ছে, সেই কারণে প্রদেয় অর্থ আদালতের কাছে জমা রাখা হোক। কারণ একবার কর্মচারীদের এই অর্থ দিয়ে দেওয়া হলে পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্যের পক্ষে গেলেও টাকা উদ্ধার করা সম্ভব হবে না। ডিএ সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার বলে মানতে নারাজ রাজ্য সরকার।
এদিকে ভাস্কর ঘোষ বলেন, ডিএ যে আইন স্বীকৃত সেটা সুপ্রিমকোর্ট মেনে নিয়েছে। কিন্তু ডিএ সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার কিনা সেটা পরবর্তী শুনানিতে আদালত জানাতে পারে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে ডিএ মামলার পরবর্তী শুনানি ৪ অগস্ট মামলার পরবর্তী শুনানির দিকে সরকারি কর্মীদের নজর রয়েছে বলে জানিয়েছেন ভাস্করবাবু।