বাংলা হান্ট ডেস্ক: বছর শেষে এবার একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। ইতিমধ্যেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India) জানিয়েছে যে, গত ১৫ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (India’s Forex Reserves) ৯.১১ বিলিয়ন ডলার বেড়ে ৬১৫.৯৭ বিলিয়ন ডলার হয়েছে।
তার আগের সপ্তাহে দেশের মোট বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ২.৮১৬ বিলিয়ন ডলার বেড়ে ৬০৬ ৮৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছিল। উল্লেখ্য যে, ২০২১ সালের অক্টোবরে, দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার সর্বকালের সর্বোচ্চ হিসেবে ৬৪৫ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। জানিয়ে রাখি যে, গত বছর থেকে বিশ্বব্যাপী বিভিন্ন ঘটনার প্রভাবের আবেহও রুপির বিনিময় হার বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাঙ্ক মুদ্রার ভাণ্ডার ব্যবহার করেছে। এর প্রভাব পড়েছে ওই ভাণ্ডারে।
রিজার্ভ ব্যাঙ্কের সাপ্তাহিক তথ্য অনুসারে, ১৫ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে বৈদেশিক মুদ্রা ভাণ্ডারের একটি গুরুত্বপূর্ণ অংশ ফরেন কারেন্সি অ্যাসেটস ৮.৩৪ বিলিয়ন ডলার বেড়ে ৫৪৫.০৪ বিলিয়ন ডলার হয়েছে।
আরও পড়ুন: কৃষকদের জন্য এবার পুরস্কারের বৃষ্টি! দেওয়া হবে ১ লক্ষ টাকা এবং ট্রাক্টর, বড় উদ্যোগ রাজ্য সরকারের
উল্লেখ্য যে, ডলারে প্রকাশ করা ফরেন কারেন্সি অ্যাসেটসগুলিতে ইউরো, পাউন্ড এবং ইয়েনের মতো অ-মার্কিন ইউনিটগুলির গতিবিধির প্রভাবকেও বিবেচনা করা হয়। PTI-এর মতে, শুক্রবার RBI-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, গোল্ড রিজার্ভের মূল্য ৪৪৬ মিলিয়ন ডলার বেড়ে ৪৭.৫৭৭ বিলিয়ন ডলার হয়েছে।
আরও পড়ুন: ভয়ঙ্কর পরিস্থিতি! ব্রিটেনে না খেতে পেয়ে মরবে ব্রিটিশরা, সতর্কতা জারি সরকারের
এদিকে, Special Drawing Rights (SDR) ১৩৫ মিলিয়ন ডলার বেড়ে ১৮.৩২৩ বিলিয়ন ডলার হয়েছে। পাশাপাশি, রিভিউ উইকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে থাকা দেশের মুদ্রা ভাণ্ডার ১৮১ মিলিয়ন ডলার বেড়ে ৫.০২ বিলিয়ন ডলার হয়েছে।