বাংলা হান্ট ডেস্ক: প্রবল দুর্যোগ বা অফিসে পৌঁছানোর হাতে সময় কম। সকলের ভরসা তখন অ্যাপ ক্যাব (Online Cab)। সঙ্গে সঙ্গে শুরু হয় ক্যাব ‘সার্জ’ করা। এমনকি, নির্ধারিত গন্তব্যে সঠিক সময়ে পৌঁছতে হয় দেড়গুণ ভাড়ায়। মোদি সরকারের হস্তক্ষেপে সেটা এবার বেড়ে হতে চলেছে দ্বিগুণ। দিনের ব্যস্ততম সময়ে দ্বিগুণ টাকা চার্জ করতে পারবে অনলাইন ক্যাব (Online Cab Fare) অর্থাৎ, ওলা (Ola), উবার (Uber), কিংবা ইনড্রাইভের মতো অনলাইন ক্যাব সংস্থা গুলি। নতুন গাইডলাইনে এই নিয়মাবলীর বিষয়ে জানিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক।

ক্যাব পরিষেবায় দ্বিগুণ হচ্ছে ভাড়া (Online Cab Fare)
১ জুলাই থেকে জারি করা নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ব্যস্ত সময় অনলাইন ক্যাবগুলি চাইলে মূল ভারার সর্বাধিক দ্বিগুণ টাকা চাইতে পারবে। পাশাপাশি সর্বনিম্ন ভাড়ার ক্ষেত্রে মূল ভাড়ার ৫০ শতাংশের কম নেওয়া যাবে না। এছাড়াও কেন্দ্রের এই নির্দেশিকায় আরো জানানো হয়েছে, নির্দিষ্ট কোন রুটে মূল ভাড়া কত হবে তা নির্ধারণ করবে রাজ্য সরকার। এমনকি আগামী ৩ মাসের মধ্যে সেই ভাড়া নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিতে হবে রাজ্য সরকার গুলিকে। তবে সেই সময় বিশেষে ভাড়া বদল করতে পারবে অ্যাপ ক্যাব সংস্থা গুলি।পাশাপাশি নতুন নির্দেশিকা কার্যকর হলে অ্যাপ ক্যাপ চালকদের মধ্যে ভাড়া প্রত্যাখ্যান করার প্রবণতা কমবে বলে মনে করছে সড়ক পরিবহন মন্ত্রক।
তবে এই অ্যাপ ক্যাবের ভাড়া বৃদ্ধি হওয়ায় সিঁদুরে মেঘ দেখছেন যাত্রীরা। বাড়ির সন্তান কিংবা বয়স্ককে নিরাপদে বাড়ি ফেরানো হোক বা গন্তব্যে পৌঁছনো, মধ্যবিত্তর ভরসা বর্তমানে এই অ্যাপ ক্যাব। সেক্ষেত্রে রাত হোক বা ভোরবেলা চটজলদি, নিরাপদে গন্তব্যে যাওয়ার অ্যাপ ক্যাবের ভাড়াও যদি আকাশছোঁয়া হয়ে যায়, আর কোথায় যাবে মধ্যবিত্তরা। তার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এই ভাড়া বৃদ্ধির বিষয়ে চালকরা মনে করছেন, এতে খুব একটা লাভ হবে না। কারন, বিভিন্ন সংস্থার বেস ফেয়ার নানা ধরনের হয়। এমনকি যদিও এই ক্যাব পরিষেবা নিয়ে যাত্রীদের অভিযোগের শেষ নেই। বেশিরভাগ ক্ষেত্রেই যাত্রীদের অভিযোগ, যা ভাড়া দেখায় তার থেকে বেশি ভাড়া দাবি করে চালকেরা। এমনকি পছন্দমত গন্তব্য না হলে নাকচ করে দেন।
আরও পড়ুন: ইতিহাসের পুনরাবৃত্তি, ফের তছনছ করবে সুনামি? বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ঘিরে আতঙ্ক!
সূত্রের খবর, নতুন নিয়মাবলী প্রসঙ্গে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যাত্রীদের উপর ভাড়ার বোঝা চাপাতে চায় না। সেই কারণেই প্রথম রাজ্য হিসেবে বাংলাতেই চালু হয়েছে যাত্রীসাথী অ্যাপ। দেশের মধ্যে সবথেকে সস্তায় অ্যাপ-ক্যাব পরিষেবা মেলে এরাজ্যে। ফলে মোদি সরকার যা-ই গাইডলাইন দিক, আমরা যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এব্যাপারে পদক্ষেপ নেব।’