বাংলাহান্ট ডেস্ক : ছবি তৈরির ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের উঠতে ফোকাস করেছে বলিউড। বিশেষ করে দেশাত্মবোধক ছবিতে ফিরে ফিরে এসেছে ইতিহাসের বিভিন্ন যুদ্ধ। সে সমস্ত ছবি বেশ জনপ্রিয়তাও পেয়েছে। এবার আবারও এমনই একটি ছবি নিয়ে আসতে চলেছে বলিউড। মুখ্য ভূমিকায় ‘টাইগার’ সলমন খান (Salman Khan)। একেবারে ভিন্ন ভূমিকায় অদেখা অবতারে আসতে চলেছেন তিনি।
গালওয়ান যুদ্ধের ছবি নিয়ে আসছেন সলমন (Salman Khan)
আগামীতে পর্দায় আসতে চলেছে ‘ব্যাটল অফ গালওয়ান’। ২০২০ সালে লাদাখে ভারত-চিন সংঘাতের বাস্তব কাহিনি এই ছবিতে উঠে আসবে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, এর আগে টাইগার হয়ে বহুবার পর্দা কাঁপিয়েছেন সলমন (Salman Khan)। কিন্তু কোনো বাস্তব পরিস্থিতি নিয়ে তৈরি কোনো যুদ্ধের ছবিতে এই প্রথম দেখা যাবে তাঁকে।
প্রকাশ্যে এল টিজার: যেমনটা জানা যাচ্ছে, লাদাখেই হবে ছবির শুটিং। চলতি মাসেই শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির প্রথম টিজার। সেখানে সেনার উর্দিতে চমকে দিয়েছেন সলমন (Salman Khan)। প্রথম ঝলকে অ্যাকশন মোডে দেখা মিলেছে তাঁর। চোখে মুখে আক্রোশ, রক্ত, ক্ষত। পেরেক গাঁথা মুগুর কাঁধে। প্রথম ঝলকেই বোঝা গিয়েছে, আবারও একটি অ্যাকশন নির্ভর ছবি নিয়ে আসছেন সলমন (Salman Khan)।
আরও পড়ুন : পাঁশকুড়ার পর শান্তিপুর, ফুল চুরির অপবাদে কান ধরে ওঠবোস, আত্মঘাতী প্রৌঢ়া! কাঠগড়ায় ফের সিভিক
গুরুত্বপূর্ণ গালওয়ান সংঘাত: ভারত চিন সীমান্ত সংঘাতের ক্ষেত্রে গালওয়ান অধ্যায় গুরুত্বপূর্ণ। ২০২০ সালে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ফুট উচ্চতায় মুখোমুখি সংঘর্ষে জড়ায় দুই দেশের বাহিনী। সেবারে গোলাগুলি না চললেও চিনা সেনারা পেরেক গাঁথা মুগুর নিয়ে আক্রমণ করে ভারতীয় সেনাবাহিনীর উপরে। ২০ জন ভারতীয় সৈন্য শহিদ হয় বলে জানা যায়।
আরও পড়ুন : নবান্ন অভিযানে থাকার ইচ্ছা প্রকাশ শুভেন্দুর কাছে, ১৪ অগাস্ট ফের ‘রাত দখল’এর ডাক অভয়ার মায়ের
গালওয়ান সংঘাত ঘিরে ভারত চিনের কূটনৈতিক সম্পর্কেও প্রভাব পড়ে। পরবর্তীতে অবশ্য দফায় দফায় বৈঠক হওয়ায় উত্তেজনা স্তিমিত হলেও সীমান্ত সংঘাতের সমাধান মেলেনি। সেই গালওয়ান সংঘাত নিয়েই এবার সলমনের আসন্ন ছবি ঘিরে বাড়ছে দর্শকদের আগ্রহ। সেই সঙ্গে এই ছবির মাধ্যমে সলমন (Salman Khan) ফের সাফল্যের মুখ দেখতে পারেন কিনা সেটাই দেখার।