বাংলা হান্ট ডেস্ক: বার্মিংহামের এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে টিম ইন্ডিয়ার অসাধারণ জয়ের পর এবার একটি বড় সুখবর সামনে এসেছে। মূলত, এরপরে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে সম্পন্ন হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচে জসপ্রীত বুমরাহর প্রত্যাবর্তন নিশ্চিত করেছেন শুভমান গিল (Shubman Gill)।

কী জানিয়েছেন অধিনায়ক গিল (Shubman Gill):
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, লিডসে সম্পন্ন প্রথম টেস্ট ম্যাচে বুমরাহ প্লেয়িং ইলেভেনের অংশ ছিলেন। কিন্তু দ্বিতীয় টেস্টে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। বার্মিংহামে দ্বিতীয় টেস্টে ভারত ৩৩৬ রানে জয়লাভ করে। যা রানের ব্যবধানে বিদেশের মাটিতে টিম ইন্ডিয়ার সর্ববৃহৎ টেস্ট জয়। এদিকে, বুমরাহর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে দ্বিতীয় টেস্টে খেলেননি। তবে গিল (Shubman Gill) বলেছেন যে তিনি লর্ডস টেস্টে ফিরবেন।
কী জানিয়েছেন অধিনায়ক শুভমান গিল: ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশন সেরিমনিতে গিল (Shubman Gill) বুমরাহর প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, বুমরাহ ফিরলে প্রসিদ্ধ কৃষ্ণকে বাইরে থাকতে হতে পারে। উল্লেখ্য যে, বুমরাহর জায়গায় খেলা আকাশ দীপ এজবাস্টনে ১০টি উইকেট নিয়েছিলেন। যার মধ্যে দ্বিতীয় ইনিংসে ৬ টি উইকেট ছিল। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ইংল্যান্ডের মাটিতে যেকোনও ভারতীয় বোলারের ক্ষেত্রে এটি সেরা ম্যাচ পরিসংখ্যান হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন: স্থায়ীকরণের দাবিতে দীর্ঘ আন্দোলন! অবশেষে মিলবে সুখবর? নতুন আশায় কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের কর্মীরা
গিল (Shubman Gill) আকাশ দীপের প্রশংসা করে বলেন যে, তিনি উভয় দিকে বল “মুভ” করে ইংরেজ ব্যাটারদের সমস্যায় ফেলেছিলেন। গিল বলেন, “আকাশ দীপ সঠিক লেন্থে বল করেছে এবং বলকে উভয় দিকেই মুভ করতে সাহায্য করেছে। যা এই পিচে কঠিন ছিল। সে আমাদের জন্য দুর্দান্ত ছিল।”
আরও পড়ুন: যেকোনও সময় ঘটবে পরিবর্তন! পাকিস্তানের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন আসিম মুনির? হইচই পড়শি দেশে
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, দ্বিতীয় টেস্টে শুভমান গিল (Shubman Gill) “প্লেয়ার অফ দ্য ম্যাচ” নির্বাচিত হন। কারণ, তিনি ওই টেস্ট ২৬৯ এবং ১৬১ রান করেছিলেন। যা বিদেশের মাটিতে টেস্ট ম্যাচে ভারতীয় ব্যাটাদেরর সর্বোচ্চ রান। এদিকে মোহাম্মদ সিরাজ প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন। এমতাবস্থায়, আগামী ১০ জুলাই, (বৃহস্পতিবার) থেকে শুরু হতে চলা লর্ডস টেস্টে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার লক্ষ্য রাখবে।