Ekchokho.com 🇮🇳

বদলাবে রাজ্যের ভোট চিত্র! বড় ঘোষণা করলো সুপ্রিম কোর্ট

Published on:

Published on:

Supreme Court allows intensive voter list revision in Bihar

বাংলা হান্ট ডেস্কঃ বিহারে বিধানসভা নির্বাচনের আগে জাতীয় নির্বাচন কমিশনের ভোটার তালিকা ‘নিবিড় সংশোধন’ প্রক্রিয়া নিয়ে দানা বাঁধছে রাজনৈতিক বিতর্ক। একাধিক বিরোধী দল এবং নাগরিক সংগঠনের পিটিশনের পরও সোমবার সুপ্রিম কোর্ট (Supreme Court) জানিয়ে দিল—এই সংশোধনী এখনই স্থগিত করা হবে না। ফলে ভোটার তালিকা সংশোধনের কাজ অব্যাহত থাকবে।

তৃণমূলের মহুয়া মৈত্র (Mahua Moitra), আরজেডির মনোজ ঝা, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রাটিক রিফর্মস (ADR), পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস (PUCL) সহ একাধিক সংস্থা এই সংশোধনীকে ‘বৈধ ভোটার বর্জনের চক্রান্ত’ বলেই আদালতের দ্বারস্থ হয়। তাঁদের বক্তব্য, আদিবাসী, মহিলারা এবং পিছিয়ে পড়া শ্রেণির মানুষ এই পদক্ষেপে সবচেয়ে বেশি প্রভাবিত হবেন। তাঁদের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বল, সিংভি, সাদান ফারাসাতরা আজ জরুরি শুনানির আবেদন জানান।

জন্ম প্রমাণেই ভোটাধিকার? বিতর্ক পাকা করছে কমিশনের নির্দেশিকা

নতুন নিয়ম অনুযায়ী, বাড়ি বাড়ি সমীক্ষায় ভোটার হিসাবে নিজেকে প্রমাণ করতে শুধু আধার বা প্যান যথেষ্ট নয়, চাই জন্ম প্রমাণপত্র। এমনকি অভিভাবকদেরও জন্ম সনদ দেখাতে হবে। কমিশনের যুক্তি, ২০০৩ সালের পর আর স্পেশাল ইনটেনসিভ রিভিশন হয়নি, ফলে অবৈধ বাসিন্দা, মৃত ভোটারদের নাম এখনও তালিকায় থেকে গিয়েছে। এই সুযোগেই আবার তালিকা ঢেলে সাজাতে চাইছে কমিশন।

Supreme Court allows intensive voter list revision in Bihar

আরও পড়ুনঃ চক্রান্ত’ করে রেজিস্ট্রেশন কেড়ে নেওয়া হয়েছিল? শান্তনু সেনের মেডিকেল লাইসেন্স ফেরালো আদালত

রাজনৈতিক লড়াইয়ে বিভাজিত শীর্ষ আদালতের বার্তা (Supreme Court)

তৃণমূল, কংগ্রেস সহ বিরোধীরা বলছেন, ভোটারদের অধিকার কেড়ে নিতে চাইছে বিজেপি। বিজেপি পক্ষ বলছে, বিরোধীরা শুধুই রাজনীতির জন্য বাধা দিচ্ছে। এই অবস্থায় সুপ্রিম কোর্টের (Supreme Court) রায় সেই বিতর্কের মাঝখানে আপাতত প্রশাসনিক প্রক্রিয়াকেই গুরুত্ব দিল। পরবর্তী শুনানি ১০ জুলাই।