Ekchokho.com 🇮🇳

ক্ষুব্ধ বিচারপতি! SSC নিয়োগ দুর্নীতিতে ‘দাগী অযোগ্য’-দের নিয়ে কঠোর রায় হাইকোর্টের

Published on:

Published on:

ssc recruitment case(1)

বাংলা হান্ট ডেস্কঃ স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-র নয়া নিয়োগে (SSC Recruitment Case) কোনোভাবেই অংশ নিতে পারবেন না সুপ্রিম কোর্টের রায় যাদের টেন্টেড বা দাগী বলে চিহ্নিত করেছেন তারা। স্পষ্ট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। প্রসঙ্গত, এসএসসির (School Service Commission) শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন বিধি প্রকাশিত হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মাথায় রেখে সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এসএসসি (SSC Recruitment Case)। সেই নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেই মামলা হয়েছিল হাইকোর্টে।

দুর্নীতি করেই পুড়ল কপাল!

এসএসসি-তে নিয়োগের ক্ষেত্রে কমিশনের দেওয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মোট ৯টি মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে৷ এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে সেই সংক্রান্ত মামলা উঠলে বিচারপতির পর্যবেক্ষণ, ‘ অযোগ্যদের পরীক্ষা থেকে বাদ দিয়ে নিয়োগ প্রক্রিয়া চালানোর কথা আদালত ভাবছে। সুপ্রিম কোর্টের সময়সীমার মধ্যেই সেই নিয়োগ প্রক্রিয়া হোক।’

এদিকে রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেন, ‘কতবার তারা ফল ভোগ করবে, সাজা পাবে?’ বিচারপতি ভট্টাচার্য বলেন, ‘তারা প্রতারণা করে চাকরি পেয়েছে তাই তারা বাদ যাবেই।’ অর্থাৎ সুপ্রিম রায়ে দাগীরা স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-র নয়া নিয়োগে অংশ নিতে পারবেন না বলে জানিয়ে দিল হাইকোর্ট।

আদালত জানিয়েছে, নয়া নিয়োগ প্রক্রিয়ায় নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা অংশ নিতে পারবেন না। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়ে যাতে গোটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় কমিশন ও রাজ্যকে সেই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের কেউ ইতিমধ্যে আবেদন করলে তাও বাতিল করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

calcutta high court

আরও পড়ুন: প্রবীন বাম নেতাকে রাস্তায় ফেলে মারধর! তৃণমূল নেত্রী বেবির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল দল

এদিন বিচারপতি জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই গোটা নিয়োগপ্রক্রিয়া শেষ করতে হবে। গত ৩০ মে কমিশন যে বিজ্ঞপ্তি দিয়েছিল সেই মতোই নিয়োগপ্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া যাবে বলে স্পষ্ট করেছে আদালত। নিয়োগ দুর্নীতির জেরে চাকরি খুইয়ে ইতিমধ্যেই চাপে টেন্টেডরা। তার উপর দাগীদের বেতনের অর্থও ফেরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই আবহেই হাইকোর্টও কড়া অবস্থান নিল চিহ্নিত অযোগ্যদের নিয়ে।