Ekchokho.com 🇮🇳

সপ্তাহের শুরুতেই সোনার দামে বিরাট চমক! বাড়ল না কমল? দেখে নিন ১ গ্ৰামের প্রাইস

Published on:

Published on:

Gold Price Fall relief for common citizens

বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহের শুরুতেই কিছুটা কমল সোনার দাম (Gold Price)। এর আগে বেশ কিছুটা কমেছিল সোনার দাম। তবে উল্টো রথের দিন থেকে সোনার দাম বেড়ে গিয়েছিল। এমনকি গত কয়েক দিন সোনার দাম ১ লাখের কাছাকাছি ছিল। এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছিল সাধারণ মানুষদের মাথায়। এমনকি বিক্রেতারাও বেশ চিন্তায় পড়েছিল। তবে সপ্তাহের শুরুতেই এক ধাক্কায় বেশ কিছুটা দাম কমেছে হলুদ ধাতুর। সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন আম জনতা থেকে স্বর্ণ ব্যবসায়ীরা।

এক নজরে দেখে নিন আজকে সোনার দাম কত (Gold Price)

সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে।

তবে বর্তমানে চলছে বিয়ের মরশুম। তার মাঝে সোনার দাম কমায় কিছুটা হলেও রেহাই পেয়েছে সাধারন নাগরিকরা। আজ ২৪ ক্যারেট ১ গ্ৰাম সোনা কিনতে গেলে দিতে হবে ৯৬৩২ টাকা। ২২ ক্যারেট ১ গ্ৰাম সোনার সোনা কিনতে গেলে দিতে হবে ৯১৫০ টাকা। পাশাপাশি, ২২ ক্যারেট ১ গ্ৰাম সোনা বিক্রি করলে আজ দাম পাবেন ৮৭৬৫ টাকা। এছাড়াও ১৮ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৭৫১৫ টাকা। পাশাপাশি আজকে রুপো(৯৯৯) ১ কেজির দাম পড়বে ১০,৭২,৭১ টাকা।

পাশাপাশি সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এমনকি, সোনার সঙ্গে অন্য কোন ধাতু মেশানো থাকলে সোনার রঙ বদলে যায়।

Gold Price Fall relief for common citizens

আরও পড়ুন: ১৩ বছরের ছোট ছেলের সঙ্গে মায়ের বিয়ে দিল ছোট ছেলে, তাই শুনে বড় ছেলে যা করল…থ হবেন

সূত্রের খবর, এই সোনার দাম কমায় স্বর্ণ ব্যবসায়ীরা মনে করছেন আগামী দিনে আবারও সোনার দাম (Gold Price) বাড়তে পারে। এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই। কিন্তু যারা কিনবেন ভাবছেন, অপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন তাঁরা।