Ekchokho.com 🇮🇳

‘তুলসী’ হয়েই কামব্যাক ছোটপর্দায়, ‘জীবন বদলে দিয়েছে…’, রাজনীতি ছাড়লেন স্মৃতি?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কিছু কিছু শো তৈরি করেছে ইতিহাস। তাদের জনপ্রিয়ত এবং সমাজের সর্বস্তরে গ্রহণযোগ্যতা নিয়ে আজও চর্চা হয়। এমনই একটি শো ছিল ‘কিউকিঁ সাস ভি কভি বহু থি’। এই শোয়ের হাত ধরেই আপামর দেশের মানুষের ঘরের মানুষ হতে উঠেছিলেন স্মৃতি ইরানি (Smriti Irani)। তারপর থেকে সময় এগিয়েছে। স্মৃতি অভিনয় ছেড়ে পা রেখেছেন রাজনীতিতে। তবে তাঁর খ্যাতি রয়েছে গিয়েছে অটুট।

আবারও সিরিয়ালে ফিরেছেন স্মৃতি (Smriti Irani)

বেশ কিছুদিন আগেই জল্পনা শোনা গিয়েছিল, আবারও অভিনয়ে ফিরছেন স্মৃতি (Smriti Irani)। তাও আবার ‘তুলসী’ চরিত্রেই। একতা কাপুরের ‘কিউকিঁ সাস ভি কভি বহু থি’ এর নতুন সিজনে আবারও পুরনো চরিত্রেই ফিরছেন তিনি। এবার এই কামব্যাক নিয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন স্মৃতি (Smriti Irani)।

Smriti irani on coming back to serial

কী বললেন অভিনেত্রী: স্মৃতির (Smriti Irani) কাছে এই সফর একটি বৃত্ত সম্পূর্ণ করে। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, শুধু পুরনো স্মৃতি বয়ে আনা নয়। কিছু কিছু সফরের নতুন উদ্দেশ্য থাকে। এই সিরিয়ালে তুলসীর চরিত্রে পুনরায় অভিনয়ের সুযোগ পাওয়া তাঁর (Smriti Irani) কাছে তেমনই। এই সিরিয়াল শুধু ভারতীয় টেলিভিশনকেই নয়, তাঁর জীবনকেও নতুন রূপ দিয়েছিল।

 আরও পড়ুন : দুটি ছবিতেই মালামাল, পর্দায় ‘রাম’ হয়ে উঠতে কত পারিশ্রমিক হাঁকালেন রণবীর?

সিরিয়ালে ফিরে আবেগপ্রবণ স্মৃতি: ছোটপর্দায় ফিরে আবেগঘন স্মৃতি (Smriti Irani)। তিনি বলেন, এই শো তাঁকে বাণিজ্যিক সাফল্যের থেকেও আরো অনেক কিছু দিয়েছে। লক্ষ লক্ষ পরিবারের সঙ্গে যুক্ত হয়ে একটি প্রজন্মের আবেগের সঙ্গে পাকাপাকি ভাবে যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছে। দীর্ঘ ২৫ বছর মানুষের জন্য কাজ করেছেন তিনি। আজ তিনি এমন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে অভিজ্ঞতা অনুভূতির সঙ্গে এবং দৃঢ় বিশ্বাসের সঙ্গে সৃজনশীলতা মিলিত হয়।

আরও পড়ুন : আর মাত্র ৫ বছরের মধ্যেই শুকিয়ে যাবে গোটা শহর! ভয়াবহ বিপদের আশঙ্কা আন্তর্জাতিক রিপোর্টে

ঐতিহাসিক সিরিয়ালে আবারও কামব্যাকের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত স্মৃতি। তাঁর কথায়, তুলসী হয়ে আবারও ফেরার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন তিনি। এই ঐতিহ্যকে তিনি সম্মান জানাতে চান বলেও মন্তব্য করেছেন স্মৃতি।