বাংলা হান্ট ডেস্কঃ সামনেই তৃণমূলের ২১ জুলাই। তার আগে দিলীপ (Dilip Ghosh) নামে জল্পনার শেষ নেই। একেই পদ্ম শিবিরে ‘কোনঠাসা’, অন্যদিকে সম্প্রতি বিজেপির (BJP) রাজ্য সভাপতি পদে বদল এসেছে। শমীক ভট্টাচার্যের কাঁধে রাজ্য সভাপতিত্বের ভার গিয়েছে হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে। সেই অনুষ্ঠানেও কিন্তু ডাক পাননি দিলীপ। এই আবহে ‘দাবাং’ দিলীপের ‘ফুল’ পরিবর্তনের জল্পনা জোরালো হচ্ছে।
মঙ্গলে শমীক-দিলীপ একান্ত সাক্ষাৎ | Dilip Ghosh
উনি জোড়ায় না পদ্মে? এই নিয়ে চর্চার মধ্যেই দিলীপের সঙ্গে বৈঠকে বসতে চলেছে বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। মঙ্গলবার বিকাল ৪টেয় মুখোমুখি হচ্ছেন বঙ্গ বিজেপির প্রাক্তন আর বর্তমান রাজ্য সভাপতি। সল্টলেকের দফতরে এদিন বৈঠকে বসবেন এককালে RSS করা দুই বিজেপি নেতা। সেই বৈঠকের নির্যাসের দিকে এখন নজর সকলের।
এদিকে শমীক বৈঠকের কয়েক ঘণ্টা আগেই বড় কথা বলে দিলেন দিলীপ ঘোষ। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা বলেন, ‘শমীক বাবু রাজ্য সভাপতি পদে বসার সময়, আমি বাইরে ছিলাম। দেখা করতে পারিনি। সেই কারণেই ওনার সঙ্গে দেখা করতে কার্যালয়ে যাচ্ছি।’
‘ফুল’ বদলের জল্পনা কিছুটা কমিয়ে দিলীপ বলেন, ‘বাংলার মানুষ চাইছে পরিবর্তন। তাই আদি-নব্যদের নিয়ে চলতে হবে। সংসার বড় হলে সমস্যা হয়। সেটা মাথায় রেখেই চলতে হবে। বসে সমাধান করতে হবে তার।’ উল্লেখ্য, সভাপতি পদে বসেই শমীক স্পষ্ট বলেন, ‘যখন সংগঠন তৈরি হয়নি। মানুষ জানতেন জমানত বাজেয়াপ্ত, তার সত্ত্বেও পতাকাটা ধরেছিলেন। তারা সম্মান প্রাপ্য।’ অর্থাৎ পুরোনোদের অবদানের কথা স্বীকার করে সকলকে একসঙ্গে চলার বার্তা দিয়েছিলেন শমীক। এই আবহে দিলীপের সঙ্গে শমীকের বৈঠক যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: অনুব্রতর ফোন কাণ্ডে নয়া মোড়! এবার মহিলা কমিশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ পুলিশ
এদিকে, ২১ জুলাইয়ের মঞ্চে থাকার প্রসঙ্গে প্রশ্নের উত্তরে দিলীপ আবার সাফ বলেন, ‘বহু ২১ জুলাই গিয়েছে। যাবে। আমাদের এসব নিয়ে কোনও চিন্তা নেই। যার অভ্যস্ত তারা চিন্তায় রয়েছে।’ যদিও দু’দিন আগেই দিলীপ বলেছিলেন, ‘দিলীপ ঘোষ মার্কেটে আছে, এটুকু ঠিক। আমার রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে। ডাকলে যাব, না ডাকলে যাব না। ভগবানের খাতায় নাম লেখা আছে।’