Ekchokho.com 🇮🇳

ব্ল্যাকবক্স উদ্ধারের পরেই শুরু তদন্ত, অবশেষে এল প্রাথমিক রিপোর্ট! কোন তথ্য উঠে এল আহমেদাবাদ দুর্ঘটনায়?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : আহমেদাবাদ বিমান দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) প্রায় এক মাসের মাথায় জমা পড়ল প্রাথমিক তদন্ত রিপোর্ট। ওই দুর্ঘটনার পরেই ধ্বংসাবশেষের মধ্যে খোঁজ শুরু হয়েছিল ব্ল্যাকবক্সের। তা উদ্ধার হওয়ার পরেই এই ঘটনায় তদন্ত শুরু করেছিল ‘এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো’। মঙ্গলবার কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন দফতরে জমা পড়েছে প্রাথমিক রিপোর্টটি। সূত্রের খবর, তদন্তের প্রাথমিক পর্যায়ে পাওয়া তথ্যের মূল্যায়ন এবং ফলাফলের উপরে ভিত্তি করেই এই রিপোর্টটি প্রস্তুত করা হয়েছে।

আহমেদাবাদ বিমান দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) প্রাথমিক রিপোর্ট

জানা যাচ্ছে, বর্তমান রিপোর্টটি চলতি সপ্তাহের শেষেই প্রকাশ করা হবে। তবে সেই রিপোর্টে কী রয়েছে তা এখনও স্পষ্ট নয়। যদিও মনে করা হচ্ছে, দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে ওই রিপোর্টে। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছিল তা কি এবার প্রকাশ্যে আসবে? রিপোর্ট জমা পড়তেই উঠতে শুরু করেছে এই প্রশ্ন।

Primary report of Ahmedabad Plane Crash submitted

উদ্ধার হয়েছিল ব্ল্যাকবক্স: এর আগে শোনা গিয়েছিল, দুর্ঘটনাগ্রস্ত বিমানের (Ahmedabad Plane Crash) ব্ল্যাকবক্স উদ্ধার করা গেলেও সেটির অবস্থা এতটাই খারাপ যে তা থেকে কোনো তথ্য পাওয়া এদেশে থেকে সম্ভব নয়। জানা গিয়েছিল, ব্ল্যাকবক্স থেকে যেটুকু তথ্য পাওয়া গিয়েছে তা নাকি যথেষ্ট নয়। তাই সেটিকে ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের কাছে পাঠানো হতে পারে বলে শোনা গিয়েছিল। যদিও এ বিষয়ে কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

আরো পড়ুন : বাবার হাতে ধর্ষিত হয়ে অন্তঃসত্ত্বা! সদ্যোজাত সন্তানের সঙ্গে যা করল নাবালিকা… শিউড়ে উঠলেন সকলে

কী কারণে ঘটে দুর্ঘটনা: উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের যথেষ্ট ভালো রেকর্ড ছিল। সেই ২০১১ সাল থেকে আহমেদাবাদের (Ahmedabad Plane Crash) আগে পর্যন্ত কোথাও কোনো দুর্ঘটনার কবলে পড়েনি বিমানটি। এমনকি দুর্ঘটনার পর প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, টেকঅফের সময়ও নাকি কোনো যান্ত্রিক ত্রুটি ধরা পড়েনি। তবে টেকঅফের কিছুক্ষণের মধ্যেই কীভাবে ঘটে গেল এমন একটি দুর্ঘটনা (Ahmedabad Plane Crash), তার কারণ জানারই চেষ্টা চলছে।

আরো পড়ুন : SSC আবহেই আরাম-আয়েশের দিন ঘুচবে প্রাথমিক শিক্ষকদের! ‘থ্রি টিচার পলিসি’ চালু প্রশাসনের

গত ১২ জুন আহমেদাবাদ (Ahmedabad Plane Crash) বিমানবন্দরের কাছে মেঘানিনগরে বিজে মেডিকেল কলেজ হস্টেলের ক্যান্টিনের উপরে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি। আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেকঅফ করে লন্ডন যাওয়ার কথা ছিল বিমানটির। একজন বাদে ওই বিমানে থাকা প্রত্যেকেরই মৃত্যু ঘটে।