টলিউডে পরপর ধামাকা, প্রজাপতি ২-তে বিরাট চমক নিয়ে এন্ট্রি ইধিকার! কোন চরিত্রে?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ‘খাদান’ অস্ত্রে তিনি ইতিমধ্যেই ঘায়েল করেছেন দর্শকদের। বড়পর্দায় পা রেখেই আলোড়ন ফেলেছেন ইধিকা পাল (Idhika Paul)। দেবের সঙ্গে তাঁর জুটি দর্শকরা বেশ পছন্দ করেন সেটাও স্পষ্ট হয়েছে। এবার জানা গেল, দেবের ‘প্রজাপতি ২’তেও থাকছেন ইধিকা! তবে কোন চরিত্রে?

প্রজাপতি ২ তে থাকছেন ইধিকা (Idhika Paul)

জানা গিয়েছে, আগাগোড়া প্রেমের ছবি হতে চলেছে প্রজাপতি ২। তবে ইধিকার (Idhika Paul) চরিত্রে থাকছে চমক। সেটাই নাকি সবথেকে বড় টুইস্ট। যদিও কী চমক তা খোলসা করেননি এখনও নির্মাতারা। তাই স্বাভাবিক ভাবেই চড়ছে উন্মাদনা।

Idhika Paul will be in projapoti 2

দর্শকদের মন জয় করেছেন: ইধিকা ইতিমধ্যেই কাজ করেছেন খাদান ছবিতে। পাশাপাশি আগামীতে দেবের রঘু ডাকাত ছবিতেও থাকছেন নায়িকার ভূমিকায়। উল্লেখ্য, ছোটপর্দা থেকেই দেবের ছবিতে নায়িকা হওয়ার সুযোগ পান ইধিকা (Idhika Paul)। তবে পরপর ছবির কাজ থাকায় দীর্ঘদিনের জন্য ছোটপর্দা থেকে বিরতি নিয়েছেন।

আরো পড়ুন : ভারতের এই তারকা প্লেয়ারকে আফ্রিদির সঙ্গে তুলনা করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, অবাক করবে কারণ

ঘোষণা হয়েছে ছবির: গত বছরই প্রজাপতি ২ এর ঘোষণা হয়ে গিয়েছিল। কিন্তু শুটিং নিয়ে সেই সময় দেখা দিয়েছিল ধোঁয়াশা। নায়িকা নিয়েও ছিল জল্পনা। পরে টলিপাড়ার গুঞ্জন শোনা যায়, প্রাথমিক ভাবে নাকি জ্যোতির্ময়ীকেই মনোনীত করা হয়েছে।

আরো পড়ুন : ‘আমার বাড়ি-গাড়ি-হিরে চাই, এত ত্যাগ করতে পারব না’, রাজনীতি থেকে মন ভরে গেল কঙ্গনার?

প্রজাপতি ২ ছবির শুটিং চলছে লন্ডনে। তবে ইধিকাকে সেখানে যেতে হয়নি বলেই খবর। আপাতত পরপর ছবির মাঝে কিছুটা বিরতি নিয়েছেন তিনি। এই ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন সকলেই।