বাংলা হান্ট ডেস্ক: এবার তৃণমূল বিধায়কের (TMC MLA) গাড়ির ধাক্কায় পড়শি রাজ্যে প্রাণ হারালেন এক যুবক। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর গাড়ি ওড়িশার জেলার সিমুলিয়া থানার অন্তর্গত জামুজহাদি চক-এর কাছে একটি বাইকে ধাক্কা মারে। ওই দুর্ঘটনায় প্রাণ হারান রাধাকান্ত লেনকা নামের এক যুবক। তিনি পেশায় বিদ্যালয়ের পিয়ন ছিলেন। তাঁর বাড়ি সজনপুর গ্রামে।
তৃণমূল বিধায়কের (TMC MLA) গাড়ির ধাক্কায় ওড়িশায় মৃত যুবক:
ইতিমধ্যেই পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, হাওড়া উত্তর কেন্দ্রের তৃণমূল বিধায়ক (TMC MLA) গৌতম চৌধুরী ও তাঁর পরিবার গাড়ি করে পুরী গিয়েছিলেন। বুধবার তাঁরা পুরী থেকে ফিরছিলেন। এদিকে, এনএইচ-১৬-এ বাইকে করে যাচ্ছিলেন রাধাকান্ত। সেই সময়ে আচমকাই বিধায়কের গাড়ি ধাক্কা মারে রাধাকান্তের বাইকে। সঙ্গে সঙ্গেই মাটিতে ছিটকে পড়েন তিনি।

রাধাকান্তকে দ্রুত নিকটবর্তী সিমুলিয়া কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা “মৃত” বলে ঘোষণা করেন। বিষয়টির পরিপ্রেক্ষিতে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন যে, “এই ঘটনায় ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।” যদিও, এখনও কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: টেবিলে ছাত্রীকে বসিয়ে কী করছেন TMCP নেতা? এবার যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের ভিডিও ভাইরাল
এর পাশাপাশি সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ানও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বিধায়কের (TMC MLA) গাড়িটির গতি অনেকটাই বেশি ছিল। সংঘর্ষের তীব্রতা গাড়িটির সামনের দিক রীতিমতো দুমড়ে-মুচড়ে যায়। অপরদিকে, রাধাকান্তের বাইকও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন: অ্যাকাউন্ট খালি থাকলেও আর নেই চিন্তা! SBI সহ এই ৬ ব্যাঙ্ক নিল বড় পদক্ষেপ, স্বস্তিতে গ্রাহকরা
তবে, এই দুর্ঘটনায় বিধায়ক (TMC MLA) ও তাঁর পরিবার নিরাপদে রয়েছেন। এদিকে, তদন্তের পরিপ্রেক্ষিতে বিধায়কের গাড়ি দুর্ঘটনার পেছনে অতিরিক্ত গতি সহ অন্য কোনও ট্রাফিক নিয়ম ভাঙার ঘটনা ঘটেছে কিনা সেই বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, সম্প্রতি বিধায়ক গৌতম চৌধুরীকে হাওড়া সদরের সভাপতি করেছিল তৃণমূল। এদিকে, এই দুর্ঘটনার পরে পুলিশ বিধায়কের গাড়িটিকে আটক করে সেটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। পাশাপাশি, সর্বশেষ তথ্য অনুযায়ী, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তারপরেই তা পরিবারের হাতে তুলে দেওয়া হবে।