বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যকে টপকে সরকারি কর্মীদের (Government Employees) কাছে চলে যাচ্ছে কেন্দ্রের ‘ইনস্ট্রাকশন’, তবে তার খবরই নেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বা মুখ্যসচিবের কাছে! অভিযোগ, শীর্ষ আধিকারিকদের উপেক্ষা করেই সরাসরি জেলায় নিযুক্ত সরকারি কর্মী বা আধিকারিকদের কাছে চিঠি মারফত নির্দেশ পৌঁছে দিচ্ছে কেন্দ্র। এই নিয়েই এবার রেগে বোম রাজ্যের মন্ত্রী।
হোয়াটসঅ্যাপে আসা ‘বিশেষ’ নির্দেশ নিয়ে বিতর্ক! Government Employees
কীভাবে মুখ্যমন্ত্রী বা মুখ্যসচিবকে এড়িয়ে সরকারি কর্মী বা আধিকারিকদের কাছে চলে যাচ্ছে নির্দেশ? রাজ্যের কৃষি দফতরের তরফে এই অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে জোর চর্চা। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায়।
অভিযোগ, সম্প্রতি কেন্দ্রীয় সরকার তরফে জেলাস্তরের কর্মী এবং ডিরেক্টরদের বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। সেখানে প্রতিদিনের কাজের হিসেবপ দিতে বলা হয়েছে। তবে এই বিষয়ে নবান্ন বা কৃষি দফতরকে কিছুই জানানো হয়নি। এই ঘটনাতেই ক্ষুব্ধ শোভনদেব।
আরও পড়ুন: স্কুল সার্ভিস কেলেঙ্কারি নিয়ে ফের হাই কোর্টে ধাক্কা এসএসসি-র, ‘অবৈধ মেমো’ খারিজ, নিয়োগের নির্দেশ
ক্ষুব্ধ মন্ত্রী, মমতার কানে কথা পৌঁছনোর হুঁশিয়ারি
মন্ত্রীর কথায়, এই বিষয় সম্পূর্ণ অযৌক্তিক। যা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থীও। কেন্দ্রের আচরণে ক্ষুব্ধ শোভনদেব জানিয়েছেন অবিলম্বে তিনি এই বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আনবেন।
আরও পড়ুন: টেবিলে ছাত্রীকে বসিয়ে কী করছেন TMCP নেতা? এবার যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের ভিডিও ভাইরাল
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় নিয়ম অনুযায়ী কোনও দফতরের বিষয়ে কোনও রিপোর্ট চাওয়ার বিষয়ে প্রথমে কেন্দ্রের সংশ্লিষ্ট দফতরকে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবকে চিঠি দিতে হয় অথবা সংশ্লিষ্ট দফতরের সচিবের কাছে চিঠি যায়। কিন্তু এ ক্ষেত্রে সেসব না করে সরকারি কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন মমতার মন্ত্রী।