বাংলাহান্ট ডেস্ক : জঙ্গলের পথে রাতের অন্ধকারে পানীয়ের গ্লাস নিয়ে বসে তৃণমূল নেতা, বিজেপির (BJP) নেত্রী! ভাইরাল ভিডিও ঘিরে ঝড় উঠেছিল রাজ্য রাজনীতিতে। বিজেপি মহিলা মোর্চার জেলা সভা নেত্রী দীপা বণিক এবং ক্রান্তি ব্লকের পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি পঞ্চানন রায়ের ভিডিও নিয়ে দুই রাজনৈতিক দলই পড়ে অস্বস্তিতে। এই ঘটনায় এবার বড়সড় ‘শাস্তি’র মুখে পড়তে হল বিজেপি (BJP) নেত্রীকে। দলীয় সমস্ত দায়িত্ব থেকে সরানো হল তাঁকে।
তৃণমূল নেতার সঙ্গে ভিডিও ভাইরাল হয় বিজেপি (BJP) নেত্রীর
রাতের অন্ধকারে জঙ্গলের পথে গাড়িতে মদের আসর বসানোর অভিযোগ উঠেছিল বিজেপির (BJP) জলপাইগুড়ি জেলা মহিলা মোর্চার সভানেত্রীর বিরুদ্ধে। ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল পড়তেই এবার কড়া অ্যাকশন নিল দল। সমস্ত দলীয় দায়িত্ব থেকে অপসারণ করা হল দীপা বণিককে।
তৃণমূলের অন্দরে ক্ষোভ: অন্যদিকে দলের অন্দরে ক্ষোভের মুখে পড়েছেন ক্রান্তির তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি তথা সিদাবাড়ি প্রাথমিক বিদ্যালয় কাঠামবাড়ি স্কুলের শিক্ষক পঞ্চানন রায়। অবিলম্বে তাঁকে দল থেকে বের করে দেওয়ার দাবি জানিয়েছেন তৃণমলের এসসি এসটি সেলের জেলা সম্পাদক কৃষ্ণ দাস। তিনি হুঙ্কার দিয়েছেন, দল যদি অবিলম্বে পদক্ষেপ না নেয় তবে রাস্তায় নেমে হবে প্রতিবাদ।
আরো পড়ুন : ফের কড়া “অ্যাকশন” বৃষ্টির! একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা, সপ্তাহান্তেই দুর্যোগের আশঙ্কা
কী দেখা গিয়েছিল ভিডিওতে: প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে একসঙ্গে দেখা গিয়েছিল তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিজেপির (BJP) জেলা মহিলা মোর্চার সভানেত্রীকে। রাতের অন্ধকারে লাটাগুড়ি জঙ্গলের পথে গাড়িতে বসেছিলেন বিজেপি নেত্রী। তাঁর সামনে রাখা পানীয়ের গ্লাস। গাড়ির দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন তৃণমূল নেতা। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলাহান্ট।
আরো পড়ুন : VIP অতিথিদের জন্য ১০০ টি বিমান, ৩ টি ফ্যালকন জেট! অনন্ত অম্বানির বিয়েতে কত খরচ হয়েছিল জানেন?
বিজেপি সূত্রে খবর, ওই ভিডিওর কারণে সমস্ত দলীয় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিজেপি (BJP) নেত্রীকে। পদ থেকেও সাময়িক ভাবে অব্যাহতি দেওয়া হয়েছে তাঁকে। পাশাপাশি এই অভিযোগের ভিত্তিতে ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে তাঁর থেকে।