বাংলাহান্ট ডেস্ক : চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগে ফের বিতর্কের মুখে পড়েছেন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ দাবি করেছে বিভিন্ন চিকিৎসক সংগঠন। এবার এ প্রসঙ্গে আসরে নামলেন কাঞ্চন জায়া শ্রীময়ী চট্টরাজ। চিকিৎসকের বিরুদ্ধে পালটা দুর্ব্যবহারের অভিযোগ এনে তাঁর বক্তব্য, ক্যামেরার সামনে ‘নাটক’ করছেন ওই চিকিৎসক।
চিকিৎসককে হুমকি বিতর্কে কাঞ্চনের (Kanchan Mallick) পাশে শ্রীময়ী
শ্রীময়ীর দিদিমার চিকিৎসার জন্যই স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে গিয়েছিলেন তাঁরা। অভিযোগ, সরকারি হাসপাতালের আউটডোরে রোগীর ভিড় দেখে বিভাগীয় প্রধানের সঙ্গে দুর্ব্যবহার করেন কাঞ্চন (Kanchan Mallick)। ওই চিকিৎসকের নাম, রেজিস্ট্রেশন নম্বর জানতে চেয়ে তাঁকে বদলি করানোর হুঁশিয়ারিও তিনি দেন বলে উঠেছে অভিযোগ। এ অভিযোগ অবশ্য আগেই অস্বীকার করেছিলেন কাঞ্চন (Kanchan Mallick)। এবার স্বামীর হয়ে চিকিৎসকের বিরুদ্ধেই সরব হলেন শ্রীময়ী।
কী অভিযোগ শ্রীময়ীর: ওই চিকিৎসকের বিরুদ্ধেই দুর্ব্যবহারের অভিযোগ এনেছেন শ্রীময়ী চট্টরাজ। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। শ্রীময়ী বলেন, ‘কাঞ্চন (Kanchan Mallick) যখন জিজ্ঞাসা করল, আপনি এত উত্তেজিত হয়ে পড়ছেন কেন, আপনি কি কোনো কারণে ডিস্টার্বড? উনি বললেন, আমি দিনে দুহাজার রোগী দেখি। মিথ্যে কথা বলে ক্যামেরার সামনে অভিনয় করে কথা বলছেন’।
আরো পড়ুন : TMC নেতার সঙ্গে গাড়িতেই “পার্টি”! ভিডিও ভাইরাল হতেই দলীয় নেত্রীর বিরুদ্ধে কড়া “অ্যাকশন” BJP-র
ভিডিও বার্তায় অভিযোগ অভিনেত্রীর: তিনি আরও বলেন, ‘যেসব জুনিয়র ডাক্তাররা কথা বলছেন এখন, তাঁরা কোথায় ছিলেন? কোন পরিস্থিতিতে কথা বলছেন আমি জানি না, জানার প্রয়োজনও নেই। নিজের ভুল ঢাকতে প্রেসের কাছে ইনিয়ে বিনিয়ে নাটক করা! আমার দিদার বয়স ৮৬ বছর। উনি চিকিৎসার জন্য গিয়েছিলেন। আমাদের সঙ্গেই যদি এমন ব্যবহার করা হয়, তবে সাধারণ মানুষের কী অবস্থা হবে জানি না।’ শ্রীময়ীর কথায়, ‘ওঁকে নিয়ে দাদাগিরি করতে যাব সেই মানসিকতা নেই। ইনসুলিন আর ওষুধ চলবে কিনা সেটা জানতে গিয়েছিলাম। সেখানে এত খারাপ পরিস্থিতিতে পড়তে হল’।
আরো পড়ুন : ‘যেখানে হিন্দু বেশি সেখানে যান’, কাশ্মীর নিয়ে সতর্ক করলেন শুভেন্দু অধিকারী
প্রসঙ্গত, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের বিভাগীয় প্রধানকে হুমকি দেওয়ার অভিযোগে নালিশ জানানো হয়েছে কলকাতা সিপির কাছে। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে লালবাজার। এদিকে কাঞ্চনের (Kanchan Mallick) বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন।