বাংলা হান্ট ডেস্ক : আগামি ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) হাত ধরে প্রান প্রতিষ্ঠা হতে চলেছে রামমন্দিরে (Ram Mandir)। তার আগে ভোটাভুটির মাধ্যমে বেছে নেওয়া হল বালক রামলালার মূর্তি (Ram Lala)। তিন শিল্পীর মধ্যে কার সৃষ্টি মন্দিরের গর্ভগৃহে স্থান পেতে চলেছে তাও জানিয়ে দেওয়া হল ট্রাস্টের পক্ষ থেকে। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে সুখবরটি জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী।
এইদিন সামাজিক মাধ্যম ‘এক্স’এ পোস্ট করে প্রহ্লাদ যোশী জানিয়েছেন, তিন শিল্পীর মধ্যে গর্ভগৃহে স্থান পাবে কর্নাটকের প্রতিভাবান ভাস্কর অরুণ যোগিরাজের তৈরি মূর্তিই। সর্বসম্মতিক্রমে বেছে নেওয়া হয়েছে বালক রামলালার বিগ্রহকে। সেই সাথে শিল্পীকে অভিবাদন জানিয়েছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাও।
এইদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, ‘মাইসুরুর ভাস্কর্য শিল্পী অরুণ যোগীরাজের নির্মাণ করা রামলালার মূর্তিটির প্রাণ প্রতিষ্ঠা করা হবে অযোধ্যার রাম মন্দিরে। এ রাজ্যের রাম ভক্তদের জন্য এই খবর দ্বিগুণ খুশির। শিল্পীকে হৃদয় থেকে শুভেচ্ছা জানাচ্ছি।’ সেইসাথে তিনি রামলালার একটি মূর্তির ছবিও পোস্ট করেছেন। যদিও এই মূর্তিটিই সেই মূর্তি কি না তা এখনও স্পষ্ট নয়।
#WATCH | Mysuru, Karnataka: Visuals from the residence of sculptor Arun Yogiraj.
The idol of Lord Rama, carved by Arun Yogiraj will be installed in Ayodhya Ram Temple. pic.twitter.com/se3EwfKszW
— ANI (@ANI) January 2, 2024
ছেলের সাফল্যে আত্মহারা হয়ে উঠেছেন অরুণ যোগীরাজের মা সরস্বতীও। এইদিন তিনি বলেন, ‘আমাদের জন্য সবচেয়ে খুশির মুহূর্ত। আমি চেয়েছিলাম অরুণ রামলালার মূর্তি গড়ছে তা আমি নিজে চোখে দেখে আসি। কিন্তু, ও আমায় বলল শেষদিন অযোধ্যায় নিয়ে যাবে। প্রাণ প্রতিষ্ঠার দিন আমি অযোধ্যায় যাব।’ এদিকে শিল্পীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তার মূর্তি যে সেরা তিনে স্থান পেয়েছে তাতেই তিনি খুশি।
The exquisitely crafted Ram Lalla idol by the talented sculptor Arun Yogiraj from Mysuru has been selected for the ‘Pran Pratishtha’ ceremony on January 22, 2024, in Ayodhya.@yogiraj_arun pic.twitter.com/QhVpKqLKfX
— P C Mohan (@PCMohanMP) January 1, 2024
সেইসাথে মূর্তি প্রসঙ্গে ট্রাস্টের সদস্য বিমলেন্দ্র মোহন প্রতাপ মিশ্র বলেন, ‘রামলালার এই মূর্তিটি দেখে মনে হয় যেন আমার সঙ্গে ভগবান কথা বলছেন। মোহিত হয়ে গিয়েছি আমরা। অনেকগুলি মূর্তি নির্মিত হয়েছে। তবে চোখ পড়ে গিয়েছে এটিতেই। প্রথমবার দেখেই আমাদের মনে হয়েছে, রামলালার এই মূর্তিটিই শ্রেষ্ঠ।’ শোনা যাচ্ছে, অরুন যোগীরাজের এই মূর্তিটি তৈরি হয়েছে সাদা গ্রানাইট পাথর দিয়ে। নিষ্পাপ মুখমণ্ডল, তীক্ষ্ণ শারীরিক বৈশিষ্ট্য রয়েছে মূর্তিটির। জানিয়ে দিই, এটিই প্রথম নয়, এর আগে ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতির পিছনে সুভাষ চন্দ্র বসুর মূর্তি এবং উত্তরাখণ্ডের কেদারনাথে আদি শঙ্করাচার্যের মূর্তিটিও তিনিই নির্মাণ করেছেন। খোদ প্রধানমন্ত্রী সুনাম করেছেন শিল্পীর।