সামনে সুপ্রিম নির্দেশিকা! DA মামলা নিয়ে বিরাট ‘স্বস্তি’ এল সরকারি কর্মীদের মনে, বিপাকে রাজ্য?

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: ডিএ (Dearness Allowance) মামলা নিয়ে টানাপোড়েন অব্যাহত। বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের পরবর্তী রায়ের দিকে তাকিয়ে রয়েছেন। সূত্রের খবর, আগামী ৪ঠা আগস্ট মামলার পরবর্তী শুনানি। তার আগে সুপ্রিম কোর্ট তরফে যা আপডেট সামনে আসছে, তাতে রাজ্য সরকারের চাপ কিছুটা বাড়ল বলেই মনে করা হচ্ছে।

নয়া সুপ্রিম নির্দেশিকার প্রভাব পড়বে DA মামলায়? Dearness Allowance

সম্প্রতি সুপ্রিম কোর্টের এক নতুন নির্দেশিকা সামনে এসেছে। যেখানে দেশের সর্বোচ্চ আদালত মামলার শুনানি স্থগিত বা মুলতবি করার জন্য কিছু কঠোর নিয়ম চালু করেছে। এই নতুন নিয়মগুলি কার্যকর হলে ডিএ মামলার মতো একাধিক মামলার দীর্ঘসূত্রিতা এড়ানো যাবে বলে মনে করা হচ্ছে।

সুপ্রিম নির্দেশিকা আশার আলো?

শীর্ষ আদালতের নির্দেশিকায় বলা হয়েছে এখন থেকে কোনো মামলার শুনানি স্থগিত করতে হলে বিরোধী পক্ষের আইনজীবী বা দলের সম্মতির প্রয়োজন পড়বে। দ্বিতীয়, শুনানির আগের দিন সকাল ১১টার মধ্যে স্থগিতের আবেদন জানাতে হবে। আবেদনের সময় নির্দিষ্ট কারণ দেখাতে হবে। পূর্বে সংশ্লিষ্ট মামলার শুনানি কতবার স্থগিত করা হয়েছে, সেই বিষয়ও জানাতে হবে।

শুনানি স্থগিত করার আবেদনের জন্য কিছু কারণও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। পাশাপাশি বাধ্যতামূলক করা হয়েছে ফর্ম এর বিষয়। শীর্ষ আদালত তরফে একটি নির্দিষ্ট ফর্ম জারি করেছে, যা শুনানি স্থগিতের আবেদনের ক্ষেত্রে বাধ্যতামূলক পূরণ করতে হবে। সুপ্রিম কোর্টের এই নয়া নির্দেশিকা সামনে আসতেই ডিএ মামলা নিয়ে আশার আলো দেখছেন সরকারি কর্মীরা।

Supreme Court allows intensive voter list revision in Bihar

আরও পড়ুন: ৬ বছর সিঙ্গেল থাকার পর দ্বিতীয় ইনিংস, দেবমাল্যর গলাতেই মালা দিতে চলেছেন মধুমিতা!

সরকারি কর্মীদের মনে আশঙ্কা রয়েছে আগামী ৪ঠা আগস্ট ডিএ মামলার শুনানি হবে? নাকি ফের একবার পিছিয়ে যাবে শুনানি? দীর্ঘ হবে আইনি লড়াই। তবে এই আশঙ্কার মাঝেই সুপ্রিম কোর্টের নয়া নির্দেশিকা সামনে আসতে কিছুটা স্বস্তিতে সরকারি কর্মীরা। তাদের আশা পরবর্তী শুনানিতেই ডিএ নিয়ে স্পষ্ট নির্দেশ আসবে তাদের সামনে। প্রসঙ্গত উল্লেখ্য, গত প্রায় আড়াই বছরে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল।