নতুন মুখেই ভরসা? দিল্লির মন্ত্রিসভা থেকে বাদ একগুচ্ছ মন্ত্রী! ২৬-এর আগেই নতুন স্ট্র্যাটেজি মোদীর

Published on:

Published on:

Narendra Modi reshuffle Cabinet before 75

বাংলা হান্ট ডেস্কঃ নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বাধীন তৃতীয় মন্ত্রিসভা এক বছর পূর্ণ করল। এবার প্রধানমন্ত্রী তাঁর টিমে রদবদল করতে চাইছেন। শুধু নতুন মুখ নয়, কারা মন্ত্রী থাকবেন, কারা বদল হবেন বা বাদ পড়বেন, সেই তালিকাও প্রায় তৈরি। তবে এই সিদ্ধান্ত হবে নতুন বিজেপি সভাপতি নির্বাচনের পর।

বিহার আর শরিকদের জন্য খুলছে দরজা

এবার বিহার বিধানসভা নির্বাচন রয়েছে নভেম্বরে। সেই রাজ্যের ভোটারদের বার্তা দিতে চাইছেন মোদী। তাই বিহার থেকে কয়েকজন সাংসদকে মন্ত্রী করতে পারেন তিনি। তাছাড়া শরিকদের মধ্যে নীতীশ কুমারের জেডিইউ (JDU) ও চিরাগ পাসোয়ানের এলজেপি (LJP) থেকেও নতুন মন্ত্রী আসতে পারেন। মোদী (Narendra Modi) চান, শরিকি সমীকরণ ঠিক রেখে জোট মজবুত হোক।

শুধু রাজনীতি নয়, এবার গুরুত্ব পাচ্ছে ব্যবসা

প্রধানমন্ত্রীর (Narendra Modi) চিন্তা এখন শুধু রাজনীতি নয়। তিনি চান এমন মন্ত্রী, যাঁরা ব্যবসা-বাণিজ্য (Trade & Export) বুঝতে পারেন। কারণ ভারতের আমদানি-রফতানি, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা এসব এখন খুব গুরুত্বপূর্ণ। তাই এবার যে মন্ত্রী আসবেন, তাঁর বাণিজ্য নিয়ে অভিজ্ঞতা থাকলে তাতেই বেশি গুরুত্ব দিচ্ছেন মোদী।

নতুন করে রাজ্যসভায় মনোনীত হয়েছেন হর্ষবর্ধন শ্রিংলা। তিনি আগে আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত ছিলেন। ট্রাম্প প্রশাসনের সময় আমেরিকার সঙ্গে দর কষাকষিতে তাঁর অভিজ্ঞতা সরকারকে কাজে দেবে বলেই মনে করছে বিজেপি। সেই কারণেই তাঁকে মন্ত্রিসভার জন্য প্রস্তুত করছেন মোদী (Narendra Modi)।

Narendra Modi reshuffle Cabinet before 75

আরও পড়ুনঃ “বাক্ স্বাধীনতা সীমাহীন নয়”, মতপ্রকাশ নিয়ে কড়া বার্তা শীর্ষ আদালতের

এই মোদী (Narendra Modi) মন্ত্রিসভা কি তবে শেষ?

একটাই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে, এই কি মোদীর (Narendra Modi) শেষ ইনিংস? সেপ্টেম্বরে তিনি ৭৫ বছর ছুঁবেন। বিজেপির অলিখিত নিয়ম অনুযায়ী, ৭৫ পেরোলে কেউ গুরুত্বপূর্ণ পদে থাকেন না। তাই অনেকেই মনে করছেন, এবার মোদী বড়সড় পরিবর্তন করে নিজের টার্মের ভিত মজবুত করে দিতে চাইছেন।