বাংলা হান্ট ডেস্কঃ দিলীপ ঘোষ (Dilip Ghosh) থাকছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) দুর্গাপুরের জনসভায়। শুক্রবার সকালে নিজেই সে কথা জানালেন তিনি। দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, তাঁকে পার্টির তরফে ডাকা হয়নি। কর্মীরা অনুরোধ করেছিলেন, তাই তিনি হ্যাঁ বলেছিলেন। কিন্তু শেষমেশ না যাওয়ার সিদ্ধান্ত। বিজেপির এই প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, “পার্টি ডাকেনি। হয়তো পার্টি চায় না আমি যাই। অস্বস্তি হবে।”
একদিকে দিলীপ (Dilip Ghosh) বলছেন তিনি আমন্ত্রণ পাননি, অন্যদিকে তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর সভার (Modi Rally) পোস্টার শেয়ার করেছেন তিনি। তাহলে সত্যিই কি ডাক পাননি, নাকি অন্য কোনও বার্তা দিতে চাইলেন তিনি নিজেই? বিজেপির অন্দরেই এই নিয়ে জল্পনা তুঙ্গে।
সুকান্ত (Sukanta Majumdar) বলছেন কেন্দ্র ডেকেছে, দিলীপ (Dilip Ghosh) বলছেন ডাকেনি
এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, “দিলীপদাকে কেন্দ্রীয় নেতৃত্ব ডেকেছেন, তাই উনি থাকতে পারছেন না। এটা নিয়ে বিতর্কের কিছু নেই।” কিন্তু দিলীপ ঘোষ (Dilip Ghosh) স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘তিনি কোনও ডাক পাননি।’ এই দুই নেতার দু’রকম মন্তব্যে বিজেপির অন্দরমহলে অস্বস্তি বাড়ছে ।
শমীকের বৈঠকের পর আশা জেগেছিল, ফের ঘোলা জল
মাত্র ক’দিন আগেই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) সঙ্গে দীর্ঘ বৈঠক হয় দিলীপ ঘোষের (Dilip Ghosh)। সেখান থেকে বেরিয়ে ‘বিজেপিতেই থাকছি’ বলে জানান তিনি। দলের মধ্যে দূরত্ব ঘোচানোর সেই ইঙ্গিত ছিল স্পষ্ট। কিন্তু এবার মোদীর সভা বা শমীকের সংবর্ধনায় তাঁকে না ডাকা আবার সন্দেহ তৈরি করল।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর সভা ঘিরে উৎসবের চেহারা দুর্গাপুরে, শেষ মুহূর্তের সাজে শমীকদের মেগা পরিকল্পনা
প্রসঙ্গত, একুশে জুলাইয়ের (July 21 Rally) আগে দিলীপ ঘোষ (Dilip Ghosh) কোন মঞ্চে থাকবেন তা নিয়েই চর্চা তুঙ্গে। বিজেপির রাজ্য নেতৃত্ব তাঁকে সত্যিই উপেক্ষা করছে, নাকি কেন্দ্রীয় স্তরে অন্য কোনও পরিকল্পনা রয়েছে, তা এখনো অস্পষ্ট। তবে এই অনুপস্থিতি দলের অভ্যন্তরীণ সম্পর্ককে যে আরও ঘোলা করে দিল, তা বলাই যায়।