বাংলাহান্ট ডেস্ক : আবার কি বাংলার ভাগ্যে জুটতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস? যদি এই সম্ভাবনা সত্যি হয় তাহলে হয়ত হাওড়া ও নিউ জলপাইগুড়ি থেকে ছুটতে পারে নতুন বন্দে ভারত এক্সপ্রেস। পশ্চিমবঙ্গের কপালে আরো দুটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
মুজফ্ফরপুরের বিজেপি সাংসদ অজয় নিশাদ দাবি তুললেন নতুন দুটি বন্দে ভারত এক্সপ্রেস চালানোর। এরই সাথে বিজেপি সাংসদ ফের একবার শিয়ালদা-মুজফ্ফরপুর প্যাসেঞ্জার ট্রেন চালু করারও দাবি তুলেছেন। পূর্ব-মধ্য রেলের আওতাধীন সোনপুর ডিভিশনের সংসদীয় সমিতির একটি বৈঠক ছিল গত বৃহস্পতিবার।
আরোও পড়ুন : উচ্চমাধ্যমিক পাশ? মাস গেলে মোটা মাইনের কাজের সুযোগ মিলবে ভারতীয় রেলে! আবেদন করুন আজই
এই বৈঠকে উপস্থিত ছিলেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, শীর্ষ বিজেপি নেতার। মুজফ্ফরপুরের সাংসদও অংশ নেন এই বৈঠকে। এই বৈঠকে দাবি ওঠে চারটি বন্দে ভারত এক্সপ্রেস মুজফ্ফরপুরে চালানোর। অজয় নিশাদ এই বৈঠকে যে চারটি বন্দে ভারত রুটের প্রস্তাব দিয়েছেন তার মধ্যে দুটি পড়ছে পশ্চিমবঙ্গে।
আরোও পড়ুন : এবার জানা গেল সাড়ে ৪ কোটির মধ্যে লটারি জেতার সহজ হিসেব! সূত্র বাতলে দিলেন দুই বিজ্ঞানী
মুজফ্ফরপুর থেকে নিউ জলপাইগুড়ি, মুজফ্ফরপুর থেকে হাওড়া, মুজফ্ফরপুর থেকে রাঁচি এবং মুজফ্ফরপুর থেকে লখনউ পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালানোর দাবি করেছেন সাংসদ। যদি বিজেপি সাংসদের এই দাবিতে মান্যতা দেওয়া হয় তাহলে বাংলার কপালে জুটতে চলেছে আরো ২ টি বন্দে ভারত এক্সপ্রেস।
পূর্ব-মধ্য রেল, পূর্ব রেল (হাওড়ার দায়িত্বপ্রাপ্ত) বা উত্তর-পূর্ব সীমান্ত রেলের (নিউ জলপাইগুড়ির দায়িত্বপ্রাপ্ত) পক্ষ থেকে অবশ্য এই বিষয়ে কিছু জানানো হয়নি। হাওড়া-নিউ জলপাইগুড়ি, হাওড়া-পুরী, হাওড়া-পাটনা, হাওড়া-রাঁচি এবং নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি রুটে আপাতত বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করছে পশ্চিমবঙ্গে।