বাংলা হান্ট ডেস্ক: ফের বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। এমনটাই পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানাচ্ছে ফের ফুঁসছে নিম্নচাপ। বুধবার বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। পরবর্তী ২৪ ঘণ্টায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। তার আগে আগামীকাল সোমবার কেমন থাকবে আবহাওয়া? রইল আপডেট।
আগামীকালের আবহাওয়া | South Bengal Weather
সোমবার গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তবে শুধুমাত্র বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাই রয়েছে দক্ষিণবঙ্গে। সোম এবং মঙ্গল দুদিনই মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির সতর্কতা নেই কোথাও। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দোসর হতে পারে ঝড়ো হাওয়া।
ফের খেল দেখাবে নিম্নচাপ, বাড়বে বৃষ্টি | South Bengal Weather
উপকূলের জেলা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝড়ও বয়ে যেতে পারে। ভারী বৃষ্টির সতর্কতা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায়। তবে বুধবার থেকে ফের ভারী বৃষ্টি দেখবে দক্ষিণবঙ্গ। একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টির পরিমাণ বাড়বে। চলবে উইকেণ্ডেও।
নতুন সপ্তাহে মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম আদ্রতাজনিত অস্বস্তি থাকলেও তাপমাত্রা খুব একটা বাড়বে না। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩-৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
আরও পড়ুন: হাইভোল্টেজ ২১ জুলাই! সোমেই SSC মামলা শুনবে সুপ্রিম কোর্ট, সামনে এল বড় আপডেট
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার ২২ জুলাই পর্যন্ত সতর্কতা জারি রয়েছে জেলায় জেলায়। ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে, উত্তর দিনাজপুরে। আগামী সপ্তাহের মাঝামাঝিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরেও।