দাপুটে নেতার বিরুদ্ধে মিছিল থেকেই উঠল ‘চোর চোর’ স্লোগান, সভা শুরুর আগে হইহই কান্ড তৃণমূলের অন্দরে

Published on:

Published on:

Trinamool Congress rally chants thief against former leader

বাংলা হান্ট ডেস্কঃ ধর্মতলায় শহিদ দিবসের মেগা মিছিলের আগেই পূর্ব বর্ধমানে তৃণমূলের (Trinamool Congress) অন্দরের চোরাগোপ্তা লড়াই ফের প্রকাশ্যে। আউশগ্রাম ২ ব্লকের এড়াল অঞ্চলের একটি তৃণমূল মিছিল থেকে দলেরই প্রাক্তন পঞ্চায়েত প্রধান উজ্জ্বল পালকে লক্ষ্য করে উঠল ‘চোর চোর’ স্লোগান। সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই রবিবার গোটা জেলায় শোরগোল পড়ে যায়। ঘটনা সামনে আসতেই তৃণমূল (Trinamool Congress) নেতৃত্বের একাংশ মুখ লুকোলেও, কেউ কেউ স্লোগানকে সমর্থন করলেন প্রকাশ্যেই।

 তৃণমূলের (Trinamool Congress) মিছিলেই মুখ পুড়ল দলের

এক সময়ে আউশগ্রাম ২ নম্বর ব্লকের দাপুটে নেতা ছিলেন উজ্জ্বল পাল। তৃণমূল (Trinamool Congress) পরিচালিত এড়াল পঞ্চায়েতের একবারের প্রধান, একবারের উপপ্রধান, এমনকি অঞ্চল সভাপতি পদেও ছিলেন তিনি। তবে এখন তিনি ব্লক সভাপতি শেখ আবদুল লালনের বিরুদ্ধ গোষ্ঠীর লোক বলেই পরিচিত। এমনকি স্থানীয় বিধায়ক অভেদানন্দ থাণ্ডারের সভাতেও এখন দেখা যাচ্ছে তাঁকে।

শনিবার বিকেলে দলীয়ভাবে আয়োজিত প্রতিবাদ মিছিলে ঘটনাটি ঘটে। মিছিল যখন উজ্জ্বল পালের বাড়ির সামনে পৌঁছয়, তখন পেছনে থাকা কিছু তৃণমূল (Trinamool Congress)  কর্মী হঠাৎ করেই ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। একাধিক মোবাইলে সেই দৃশ্য রেকর্ড হয়, যা রাতেই ভাইরাল হয়।

ভিডিও ভাইরাল হতেই তৃণমূলের (Trinamool Congress) অস্বস্তি শুরু। যদিও জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, “দলের মিছিল থেকে এই ধরনের স্লোগান কাম্য নয়। বিষয়টি খতিয়ে দেখা হবে।” তবে ব্লক সভাপতি শেখ আবদুল লালন কার্যত স্লোগানকে সমর্থন করে বলেন, “উনি চুরি করেছেন বলেই কর্মীরা চোর বলছে।” অন্যদিকে, বিজেপি নেতা মৃত্যঞ্জয় চন্দ্র বলেন, “এতদিন আমরা বলতাম তৃণমূল নেতারা চোর। এখন তো তৃণমূলের লোকজন নিজেরাই তা প্রমাণ করে দিল।”

Trinamool Congress rally chants thief against former leader

আরও পড়ুনঃ হাইভোল্টেজ ২১ জুলাই! সোমেই SSC মামলা শুনবে সুপ্রিম কোর্ট, সামনে এল বড় আপডেট

২১ জুলাই শহিদ দিবসের আগে দলের ভিতরেই বিভাজনের ছবি

সোমবার ধর্মতলায় তৃণমূলের শহিদ স্মরণ সভা। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে কেন্দ্রকে নিশানা করে বড় বার্তা আসবে বলেই আশঙ্কা বিজেপির। আর তার আগেই দলের অন্দরেই এই ‘চোর চোর’ স্লোগান শাসক শিবিরকে অস্বস্তিতে ফেলেছে। বিশেষ করে যাঁকে লক্ষ্য করে স্লোগান, তিনিও এক সময়ের তৃণমূলের (Trinamool Congress)  গুরুত্বপূর্ণ মুখ ছিলেন। এই বিভাজনের ছবি প্রকাশ্যে আসায়, বিরোধীরা যেমন হাসছে, তেমনি দলও পড়ে গিয়েছে অন্দরকলহে।