আর নয় বেশি অপেক্ষা! বুলেট ট্রেন নিয়ে বড়সড় সুখবর সামনে আনলেন স্বয়ং রেলমন্ত্রী

Published on:

Published on:

The Railway Minister himself brought the big good news about the bullet train.

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে দেশে বুলেট ট্রেন (Bullet Train) প্রকল্পের কাজ জোরকদমে চলছে। ঠিক এই আবহেই এবার বড় আপডেট সামনে আনলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বুধবার রেলমন্ত্রী জানিয়েছেন যে বাপি এবং সবরমতির মধ্যে বুলেট ট্রেন করিডোরের গুজরাট অংশটি ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে।

বুলেট ট্রেন (Bullet Train) প্রকল্পের বিষয়ে কী জানালেন রেলমন্ত্রী?

পাশাপাশি, মহারাষ্ট্র থেকে সবরমতি অংশের পুরো প্রকল্পটি (Bullet Train) ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার অনুমান করা হচ্ছে। বুধবার লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে রেলমন্ত্রী এই তথ্য উপস্থাপিত করেন। বৈষ্ণব বলেন যে, জাপানের কারিগরি ও আর্থিক সহায়তায় মুম্বাই-আহমেদাবাদ হাই স্পিড রেল (MAHSR) প্রকল্পের (৫০৮ কিমি) নির্মাণকাজ চলছে।

The Railway Minister himself brought the big good news about the bullet train.

রেলমন্ত্রী আরও বলেন যে, এই প্রকল্পটি (Bullet Train) গুজরাট, মহারাষ্ট্র এবং দাদরা ও নগর হাভেলির মধ্য দিয়ে যাবে এবং মুম্বাই, থানে, বিরার, বোইসার, বাপি, বিলিমোরা, সুরাট, ভরুচ, ভদোদরা, আনন্দ, আহমেদাবাদ এবং সবরমতি সহ ১২ টি স্টেশনে স্টপেজের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: হাতছাড়া করেছেন একাধিক সুযোগ ! ইংল্যান্ড সফরেই কেরিয়ারে “ফুলস্টপ” টিম ইন্ডিয়ার এই খেলোয়াড়ের?

২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে গুজরাট অংশের কাজ শেষ হবে: বৈষ্ণব বলেন, “বাপি এবং সবরমতির মধ্যে করিডোরের (Bullet Train) গুজরাট অংশের কাজ ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে। এটি ২০২৭ সালের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। সমগ্র প্রকল্প (মহারাষ্ট্র থেকে সবরমতী অংশ) ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।”

আরও পড়ুন: চিনের সঙ্গে ক্রমশ মিটছে দূরত্ব! সম্পর্কের উন্নতি করতে এবার বড় পদক্ষেপ নিল ভারত

প্রকল্পটির মোট আনুমানিক ব্যয় প্রায় ১.০৮ লক্ষ কোটি টাকা: রেলমন্ত্রী বলেন, প্রকল্পটির (Bullet Train) মোট আনুমানিক ব্যয় প্রায় ১,০৮,০০০ কোটি টাকা। যার মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা ৮১ শতাংশ ফান্ডিং করছে। যার পরিমাণ ৮৮,০০০ কোটি টাকা এবং বাকি ১৯ শতাংশ অর্থ রেল মন্ত্রক (৫০ শতাংশ), মহারাষ্ট্র (২৫ শতাংশ) এবং গুজরাট সরকার (২৫ শতাংশ) দিচ্ছে বলেও জানান তিনি।