বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে কোটি কোটি মানুষ জিও’র সিম ব্যবহার করেন। নতুন বছর আসতেই সেই সকল গ্রাহকদের জন্য বিশেষ অফারের ঘোষণা করেছে জিও। বলা বাহুল্য, অন্যান্য টেলিকম সংস্থাকে টেক্কা দিতে এক্কেবারে কম খরচে মিলছে জিও’র এই পরিষেবাগুলি। 5G কানেকশন থেকে শুরু করে ইন্টারনেট কানেকশন সবেতেই থাকছে চমক।
কী কী নতুন সুযোগ মিলবে আজকের প্রতিবেদনে সেই বিষয়গুলো নিয়েই একটু আলোচনা করা যাক। প্রথমত, জিও ব্যবহারকারীরা বিনামূল্যে 5G পরিষেবা পাচ্ছেন। ব্যবহারকারী কোন রিচার্জ ব্যবহার করেন এটি অবশ্যই তার উপর নির্ভর করে। 5G পরিষেবা ব্যবহার করতে গ্রাহকের মোবাইল নম্বরটি ২৩৯ টাকা বা তার বেশি রিচার্জ করতে হবে।
আরোও পড়ুন : এবার লাক্ষাদ্বীপ, অযোধ্যায় সরাসরি বিমান পরিষেবা স্পাইসজেটের! মালদ্বীপ বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত সংস্থার
পাশাপাশি, রিলায়েন্স জিও তার গ্রাহকদেরকে বিনামূল্যে ব্রডব্যান্ড কানেকশন দিচ্ছে। জিও ফাইবার কানেকশন নেওয়ার সময় আপনি যদি ছয় মাসের জন্য রিচার্জ করে নেন, তাহলে ইনস্টলেশনের জন্য আপনাকে এক টাকাও দিতে হবে না। এছাড়া, আপনি ফ্রি’তে পেয়ে যাবেন জিও এয়ার ফাইবার। সেক্ষেত্রে আপনাকে কানেকশন নেওয়ার সময় একটা বার্ষিক প্ল্যান নিতে হবে।
টেলিকম দুনিয়ায় রিলায়েন্স জিও পা রাখার পর থেকেই অন্যান্য টেলিকম অপারেটরগুলির ব্যবসায় অনেকটাই ভাঁটা পড়ে। শুরুর সময় থেকে আজকের দিন পর্যন্ত প্রিপেইড-পোস্টপেইড সেলুলার নেটওয়ার্ক হোক বা ব্রডব্যান্ড কানেকশন – সমস্ত ক্ষেত্রেই Jio ইউজাররা তুলনামূলক সস্তায় উন্নত এক্সপিরিয়েন্স পেয়ে থাকেন। ফলে, সব মিলিয়ে গ্রাহকদের নজর কাড়ে জিও।