ফল প্রকাশই হয়নি প্রেসিডেন্সিতে, মাছি তাড়াচ্ছে যাদবপুর, বেহাল দশা রাজ্যের নামী দুই বিশ্ববিদ্যালয়ে

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : স্কুলশিক্ষা থেকে উচ্চশিক্ষা (Higher Studies), রাজ্যের হাল একগুচ্ছ প্রশ্নের মুখে ফেলে দিয়েছে সরকারকে। স্কুল সার্ভিস কমিশনে ব্যাপক নিয়োগ দুর্নীতির জেরে শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি বিপাকে পড়েছে পড়ুয়ারাও। পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকার অভাবে স্কুলে পড়ুয়ার সংখ্যা কমেছে উল্লেখযোগ্য হারে। এবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতেও (Higher Studies) আবেদনের যে হার সামনে আসছে তা রীতিমতো উদ্বেগজনক। যাদবপুরের মতো স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে আবেদন কমে প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। প্রেসিডেন্সিতে পরীক্ষা হলেও হয়নি ফলপ্রকাশ।

উচ্চশিক্ষার হাল খারাপ রাজ্যের বিশ্ববিদ্যালয়ে (Higher Studies)

রাজ্যের অন্যতম নামী বিশ্ববিদ্যালয় (Higher Studies) যাদবপুরে বিভিন্ন বিষয়ে প্রচুর আবেদন জমা পড়ে। এবার তা কমেছে লক্ষণীয় ভাবে। বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য আবেদন জমা পড়েছে ৩৭৪২ টি, গত বছরের তুলনায় যা অনেকটাই কম। গত বছর অঙ্কে আবেদন জমা পড়েছিল ১৮৩৫ টি। এ বছর তা কমে দাঁড়িয়েছে ৯৫৪ তে। ২০২৪ তে আর্টস বিভাগে ভর্তির আবেদন জমা পড়েছিল ৬৫১৫ টি, যা এবছরে দাঁড়িয়েছে ৫২৩৮ টি। অন্যদিকে বাংলা গত বছর ৪০৬ টি ভর্তির আবেদন জমা পড়লেও চলতি বছর জমা পড়েছে ২৯০ টি।

Higher studies condition is bad in west bengal

কী হাল প্রেসিডেন্সিতে: বিষয়টি নিয়ে উদ্বিগ্ন শিক্ষক মহল। অধ্যাপকদের মতে, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে (Higher Studies) ক্লাস শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সেখানে তিন মাস ক্লাস হয়ে গেলে কে আর এখানে ফিরবে! এতে যাদবপুরের ক্ষতি হচ্ছে বলে দাবি করে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক বলেন, অন্য জায়গায় ক্লাস শুরু হয়ে গিয়েছে। সেশন শেষ করার চাপ বাড়লে মানসিক চাপও বাড়বে। ফলত পড়ুয়ারা ইচ্ছা থাকলেও আর ভর্তি হতে পারবে না যাদবপুরে (Higher Studies)।

আরও পড়ুন : বিধানসভার আগে পদ্ম-অস্ত্রে শান, খেজুরীতে কৃষি সমবায় সমিতি নির্বাচনে সব আসন ছিনিয়ে নিল BJP

কেন এই অবস্থা: যাদবপুরে যখন এই পরিস্থিতি, তখন প্রেসিডেন্সিতে আবার চিন্তা বাড়াচ্ছে অন্য পরিস্থিতি। বিশ্ববিদ্যালয়ে (Higher Studies) প্রবেশিকা পরীক্ষার দায়িত্ব জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের। এদিকে এখনও ফল প্রকাশই হয়নি। তাই আটকে রয়েছে ভর্তির প্রক্রিয়াও। এমতাবস্থায় প্রশ্ন উঠছে, বিশ্ববিদ্যালয় নিজের দায়িত্বে কেন নিতে পারছে না প্রবেশিকা পরীক্ষা। এদিকে রয়েছে ওবিসি জটিলতাও।

আরও পড়ুন : বেফাঁস মন্তব্যে লাগাতার বিতর্কের কেন্দ্রে, লম্বা বিরতি শেষে TRP টপার মেগায় ফিরলেন নায়িকা

তৃণমূলের তরফে অবশ্য পালটা অভিযোগ উঠছে, সরকারকে চাপে ফেলতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছেন অনেকে। বিশ্ববিদ্যালয়গুলিতে আবেদনের হারের নমুনা দেখেও শিক্ষা দফতরের দাবি, আবেদন প্রক্রিয়া শেষ হলে আর আসন ফাঁকা থাকবে না।