বাংলাহান্ট ডেস্ক : লম্বা সময় পর অবশেষে মুখে হাসি ফুটল ইলিশ (Hilsa Fish) প্রেমীদের। এবারে বর্ষার শুরু থেকেই বাজারে ইলিশের আকাল ছিল। কম ওজনের মাছও তাই চড়া দামে বিক্রি করতে বাধ্য হয়েছেন বিক্রেতারা। তার উপরে দুর্যোগের ঘনঘটায় সমুদ্রে যেতে না পারায় আরোই মুষড়ে পড়েছিলেন মৎস্যজীবীরা। শেষমেষ বড় স্বস্তি দিয়ে ট্রলার ভর্তি করে মাছ নিয়ে ফিরলেন তাঁরা। বিপুল পরিমাণে ইলিশ (Hilsa Fish) ওঠায় দাম কমারও আশায় রয়েছেন ভোজনরসিকরা।
প্রচুর পরিমাণে ইলিশ (Hilsa Fish) উঠল মৎস্যজীবীদের ট্রলারে
বেশ কিছুদিনের ব্যান পিরিয়ড উঠে যাওয়ার পরেই হাজার হাজার ট্রলার নিয়ে মাঝ সমুদ্রে পাড়ি দিয়েছিলেন কাকদ্বীপ, নামখানা, গোসাবা, ফ্রেজারগঞ্জের মৎস্যজীবীরা। গত ১৪ ই জুন মাছ ধরার উদ্দেশে বেরিয়েছিলেন তাঁরা। জানা যায়, প্রথম দশদিন বেশ ভালোই ইলিশ (Hilsa Fish) উঠেছিল। কিন্তু তারপর থেকেই ভেলকি দেখাতে শুরু করে আবহাওয়া। এর মাঝেই আবহাওয়া দফতরের সতর্কবার্তায় উপকূলে ফিরতে বাধ্য হয় ট্রলারগুলি। আশঙ্কা করা হয়েছিল, বাজারে হয়তো অমিল হয়ে যেতে পারে ইলিশ (Hilsa Fish)। তবে এবার এল সুখবর।
কত ইলিশ উঠেছে: জানা গিয়েছে, গত দুদিন মিলিয়ে কার্যত বিপুল পরিমাণে ইলিশ (Hilsa Fish) উঠেছে মৎস্যজীবীদের জালে। প্রায় ৪০০ টন ইলিশ নিয়ে ফিরেছেন তাঁরা। কাকদ্বীপ, ডায়মন্ড হারবারের বাজার গুলিতে বিক্রেতাদের মুখে উজ্জ্বল হাসি। জানা যায়, ইলিশগুলির (Hilsa Fish) ওজনও নাকি বেশ ভালো।
আরও পড়ুন : ব্রিটেনের বাজারে কাড়াকাড়ি পড়বে ভারতীয় পণ্যের, মোদীর ‘মাস্টরস্ট্রোক’ অবাধ বাণিজ্য চুক্তি, কী কী লাভ হবে?
কেমন ওজন ইলিশের: কাকদ্বীপের মৎস্যজীবী সংগঠনের তরফে জানা গিয়েছে, প্রায় ৫০০ গ্রাম থেকে ১ কিলো ওজনের ইলিশ (Hilsa Fish) উঠেছে। দাবি করা হচ্ছে, গত কয়েক বছর সমুদ্রে নাকি এত বিপুল পরিমাণ ইলিশ দেখা যায়নি। এত টন টন ইলিশ ওঠায় মাছের দামও কমতে পারে বলে আশা করা যাচ্ছে।
আরও পড়ুন : পরনে কয়েদিদের পোশাক, আচমকাই গ্রেফতার বং গাই! নেটপাড়ায় হুলস্থুল
যদিও আগামী ২৭ শে জুলাই পর্যন্ত ফের নিষেধাজ্ঞা জারি রয়েছে সমুদ্রে যাওয়া নিয়ে। তবে আবহাওয়া ঠিক হলে আবারও মৎস্যজীবীরা সমুদ্রে যাবেন বলে জানা গিয়েছে। আর পরিস্থিতি অনুকূলে থাকলে ফের বিপুল পরিমাণে ইলিশ পাওয়ার আশা রয়েছে বিক্রেতাদের।