বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার বীরভূমের ইলামবাজারে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ফের একবার বাংলার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে আসার আহ্বান জানান। তিনি বলেন, “আপনারা যাঁরা বাইরে কাজ করছেন, তারা ফিরে আসুন। যে কাজটা আপনারা বাইরে করছেন, সেটা বাংলাতেও করতে পারবেন। এখানে কাজের কোনও অভাব নেই। দরকার হলে রাজ্য সরকার ফেরার গাড়ি ভাড়ার খরচ দেবে।”
সব কাগজপত্র রয়েছে, তবুও তাঁদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে! অভিযোগ মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)
এছাড়াও মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) অভিযোগ করেন, বিজেপি-শাসিত রাজ্যগুলোতে, যেমন গুজরাট, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র এবং অসমে বাঙালি শ্রমিকদের উপর বেআইনি হেনস্তা ও নির্যাতন চালানো হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে এমনটা হচ্ছে বলেই দাবি মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। তাঁর কথায়, “আমরা যখন ক্ষমতায় আসিনি, তখনই ওই শ্রমিকরা বাইরে গিয়েছিলেন। তাঁদের সব কাগজপত্র রয়েছে, তবুও তাঁদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে, থানায় থানায় ঘোরানো হচ্ছে।”
মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের প্রতিও বার্তা দেন। বলেন, “যাঁরা ১৮ বছর বয়সে পা দিচ্ছেন, তাদের ভোটার তালিকায় নাম তোলাটা খুব জরুরি।” সংখ্যালঘু ভাইবোনদের উদ্দেশ্যে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “শুধু ঈদের সময় বাড়ি এলে চলবে না, বাংলায় এসে থাকতে হবে। আমি চাই প্রত্যেক ব্যক্তি এখানে এসে থাকুক। প্রত্যেকের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া দরকার। এটি আমাদের সাংবিধানিক অধিকার।”
মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আরও বলেন, ভোটার তালিকা রেজিস্ট্রেশনের নামে NRC চালুর চেষ্টা হচ্ছে। বাংলার ভোটার তালিকা থেকে কোন নাম যাতে বাদ না যায় টা নিয়ে এদিন হুশিয়ারি দেন মমতা। তিনি বলেন, কারোর নাম বাদ পড়লে তারা প্রতিবাদ করবে। তাই প্রত্যেক প্রকৃত ভোটারকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগও তোলেন। বলেন, “১০০ দিনের কাজ এবং প্রধানমন্ত্রীর সড়ক যোজনা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। আমাদের প্রাপ্য টাকা পাঠানো হচ্ছে না, বরং অন্য রাজ্যকে দেওয়া হচ্ছে। বাংলাকে এই বঞ্চনা মেনে নিতে হবে না।” এই পরিস্থিতিতে রাজ্য সরকার নিজেই ‘কর্মশ্রী’ প্রকল্প চালু করেছে, যার মাধ্যমে ইতিমধ্যেই ৫৮ দিনের কাজ দেওয়া হয়েছে এবং ২১৫ কোটি টাকারও বেশি খরচ হয়েছে।
আরও পড়ুনঃ মিথ্যে ভিডিও ছড়ানোর অভিযোগ, দিল্লিতে মমতার বিরুদ্ধে অভিযোগ করলেন শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী
শেষে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “বাংলাভাষী মানুষদের উপর কেন্দ্র যে আচরণ করছে তা ‘ভাষা সন্ত্রাস’ ছাড়া কিছু নয়। রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, নেতাজি, নজরুল, মাতঙ্গিনী, যাঁরা আমাদের গর্ব, তাঁদের ভাষার উপর অত্যাচার আমরা কখনও মেনে নেব না।”