বাংলাহান্ট ডেস্ক : কটাক্ষ, সমালোচনা যেন পিছুই ছাড়ে না দেবলীনা ভট্টাচার্যের (Devoleena Bhattacharjee)। হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী কার্যত ‘একঘরে’ হয়ে পড়েছিলেন নিজের জিম ট্রেনার শাহনাওয়াজ শেখকে বিয়ে করে। ভিন ধর্মে বিয়ে করায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। বাছা বাছা কটাক্ষ করা হয়েছিল তাঁকে। পালটা জবাব দিয়েছিলেন ‘গোপী বহু’ও। মাঝে বিষয়টি কিছুটা স্তিমিত হলেও ফের পুরোদমে শুরু করে সমালোচনার পর্ব। নিশানায় এবার দেবলীনার (Devoleena Bhattacharjee) ছোট্ট ছেলে।
সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার দেবলীনার (Devoleena Bhattacharjee) সন্তান
সম্প্রতি বাঙালি রীতি মেনে সন্তানের অন্নপ্রাশনের অনুষ্ঠান করেছিলেন দেবলীনা (Devoleena Bhattacharjee)। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করতেই ঘটে বিপত্তি। অভিনেত্রীর সন্তানকে দেখে কার্যত রে রে করে তেড়ে আসেন একদল নেট নাগরিক। ছোট্ট শিশুটির গায়ের রঙ নিয়ে শুরু হয় কাটাছেঁড়া।
কী বলছেন নেটিজেনরা: নেটিজেনদের কেউ কেউ মন্তব্য করেছেন, দেবলীনা (Devoleena Bhattacharjee) যেমন ফর্সা তাঁর কোলে বাচ্চাটিকে মানাচ্ছে না। অনেকে আবার কটাক্ষ করেছেন, একেবারে বাবার মতোই দেখতে হয়েছে দেবলীনার (Devoleena Bhattacharjee) সন্তানকে। শুধু গায়ের রঙ নয়, ধর্ম পরিচয়ের প্রসঙ্গ তুলে ‘খুদে জঙ্গি’ বলেও কটাক্ষ করা হয় একরত্তি শিশুটিকে। তারপরেই মুখ খুলেছেন দেবলীনা।
আরও পড়ুন : পিলারে ফাটল থেকে এত বড় দুর্ভোগ! কবি সুভাষ মেট্রো স্টেশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কর্তৃপক্ষের
সপাট জবাব অভিনেত্রীর: পালটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন অভিনেত্রী, ‘আপনারা কী ভেবেছিলেন, আমার সন্তান কার মতো হবে? আপনাদের দেখতে কি প্রতিবেশীর মতো?’ নিন্দুকদের উদ্দেশে চাঁচাছোলা ভাষায় তাঁর সতর্কবার্তা, তাঁর সন্তানকে নিয়ে কেউ কুমন্তব্য করলে তিনি মোটেই ছেড়ে দেবেন না।
আরও পড়ুন : এখনও ছবিই মুক্তি পেল না, তার আগেই থরে থরে জমা পড়ল অভিযোগ, ‘ধূমকেতু’ ঘিরে প্রতারণা চক্র!
প্রসঙ্গত, গত বছরের শেষের দিকেই সন্তানের জন্ম দিয়েছেন দেবলীনা (Devoleena Bhattacharjee)। সম্প্রতি তার মুখেভাতের অনুষ্ঠান করেছিলেন তিনি। আদ্যোপান্ত বাঙালি রীতিতে হয় ঘরোয়া অনুষ্ঠান। দেবলীনার পাশাপাশি সন্তানের মুখে ভাত তুলে দিতে দেখা গিয়েছিল শাহনাওয়াজকেও।