বাংলাহান্ট ডেস্ক : পুরীর জগন্নাথ ধাম (Puri Jagannath Temple) নিয়ে একের পর এক বিতর্ক লেগেই রয়েছে। বিশেষ করে দিঘা জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পরেই বারেবারে বিভিন্ন কারণে চর্চার কেন্দ্রে উঠে আসছে শ্রীক্ষেত্র। সাম্প্রতিক সময়ে পুরীর মন্দিরে (Puri Jagannath Temple) এমন কিছু ঘটনা ঘটেছে যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র। মন্দিরের (Puri Jagannath Temple) ধ্বজা চিলে নিয়ে যাওয়ার পর জগন্নাথদেবের দশমূল মোদকও চুরি যাওয়ার অভিযোগ উঠেছিল। যদিও পরে জানা যায়, তা নেহাতই গুজব। এবার ফের বিষ্ফোরক ঘটনা ঘটে গেল পুরীতে। ‘নিষিদ্ধ’ কাজ করতে গিয়ে ধরা পড়লেন এক যুবক।
গুরুতর অভিযোগে পুরীর মন্দিরে (Puri Jagannath Temple) আটক যুবক
মঙ্গলবার পুরীর জগন্নাথ মন্দির (Puri Jagannath Temple) থেকে আটক করা হয় এক যুবককে। তাঁর বিরুদ্ধে মন্দিরের (Puri Jagannath Temple) ভেতরে ছবি তোলার গুরুতর অভিযোগ উঠেছে। তাও আবার সাধারণ মোবাইল ফোন কিংবা ক্যামেরায় নয়, স্পাই ক্যামেরা দিয়ে ছবি এবং ভিডিও তোলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ওই যুবক ভুবনেশ্বরের বাসিন্দা বলে জানা যাচ্ছে।
কী অভিযোগ তাঁর বিরুদ্ধে: জানা গিয়েছে, ওই যুবক মন্দিরের (Puri Jagannath Temple) ভেতর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন। তাঁর হাবভাব দেখে খটকা লাগে নিরাপত্তারক্ষীদের। কিছু একটা সন্দেহ করে তাঁকে কাছে ডাকেন তাঁরা। এরপর তাঁর দিকে ভালো করে তাকাতেই চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় হয় নিরাপত্তারক্ষীদের। অভিযোগ, চশমায় থাকা স্পাই ক্যাম দিয়ে মন্দিরের (Puri Jagannath Temple) ছবি, ভিডিও তুলছিলেন ওই যুবক।
আরও পড়ুন : এখনও ছবিই মুক্তি পেল না, তার আগেই থরে থরে জমা পড়ল অভিযোগ, ‘ধূমকেতু’ ঘিরে প্রতারণা চক্র!
কী উদ্দেশ্য ছিল যুবকের: জানা যাচ্ছে, তাঁর চোখে ছিল ক্যামেরা লাগানো রে ব্যানের মেটা ওয়েফার চশমা। এই ক্যামেরা ফোনের সঙ্গে যুক্ত থাকে। শুধু ছবি তোলা বা ভিডিও রেকর্ডিংই নয়, এই চশমা দিয়ে করা যায় লাইভ সম্প্রচারও। কিন্তু এই চশমা পরে মন্দিরের ভেতরে কী করছিলেন ওই যুবক?
আরও পড়ুন : গায়ের রঙ নিয়ে কটুক্তি, একরত্তি শিশুকে ‘খুদে জঙ্গি’ বলতেই সন্তানের হয়ে সরব দেবলীনা
পুরীর মন্দিরের (Puri Jagannath Temple) ভেতরে ছবি তোলা যে নিষিদ্ধ তা জানেন সকলেই। ভেতরে মোবাইল ফোন নিয়ে যাওয়ারও অনুমতি নেই। সেখানে স্পাই ক্যামেরা নিয়ে কী করছিলেন ওই যুবক? তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কী কারণে মন্দিরের ছবি তুলছিলেন তা খোলসা করেননি যুবক। ছবি, ভিডিও কাউকে পাঠানোর পরিকল্পনা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।