আসছে লিঙ্ক, করতে হবে KYC! SMS’এ নম্বর যাচ্ছে সবার কাছে, আপনার কাছেও এল কী ?

বাংলাহান্ট ডেস্ক : সরকারের তরফ থেকে যাচাই করা হচ্ছে ব্যবহারকারীদের মোবাইল নম্বর। সম্প্রতি এই ধরনের এসএমএস অনেকেই পেয়েছেন। আপনিও যদি এই ধরনের এসএমএস পেয়ে থাকেন তাহলে সাবধান। অজানা নম্বর থেকে আসা এই এসএমএসগুলি ভুয়ো। একাধিক ব্যবহারকারীর মোবাইল নম্বরে অচেনা নম্বর থেকে মেসেজ পাঠিয়ে বলা হচ্ছে, কেওয়াইসি আপডেট না করলে বন্ধ হয়ে যাবে মোবাইল সংযোগ।

সরকারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই ধরনের এসএমএস তারা পাঠাচ্ছে না। এটা জালিয়াতদের একটা কারসাজি। কেন্দ্রীয় টেলিকম বিভাগ এই ধরনের মেসেজ থেকে ব্যবহারকারীদের সাবধান থাকতে বলেছে। জানা গেছে বহু মোবাইল ব্যবহারকারীর ফোনে একটি নির্দিষ্ট ইউআরএল এর লিংক সহ মেসেজ দেওয়া হচ্ছে।

আরোও পড়ুন : খরচ হবে না মাত্র ১০০ টাকাও! পেয়ে যাবেন ডেটার সাথে SMS, দুর্দান্ত অফার আনল এই সংস্থা

একটি নির্দিষ্ট নম্বর দিয়ে বলা হচ্ছে কেওয়াইসি আপডেট করার জন্য সেখানে ফোন করতে। এই ধরনের লিংকে ক্লিক করলে বা ফোন করলে আপনার ফোন হ্যাকারদের আয়ত্তে চলে যেতে পারে। তাই সর্বদা সাবধান থাকতে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। এই ধরনের জালিয়াতি সম্পর্কে সতর্কতা জারি করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া।

In this way, change the name-address on the ration card on your mobile

ট্রাই জানাচ্ছে এই ধরনের মেসেজ যদি আপনারা পেয়ে থাকেন তাহলে অভিযোগ জানাতে পারেন জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে (www.cybercrime.gov.in)। সাইবার ক্রাইম হেল্পলাইনে (১৯৩০) ফোন করেও ব্যবহারকারীরা অভিযোগ জানাতে পারেন এই বিষয়ে।

ad

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর