এক মঞ্চে শোনা যাবে মুখ্যমন্ত্রীর লেখা ৩২টি গান! নতুন বছরে আয়োজিত হতে চলেছে বিশেষ কনসার্ট

Updated on:

Updated on:

Kolkata to host Mamata Banerjee’s musical night

বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরে এক অন্যরকম সাংস্কৃতিক অনুষ্ঠানের সাক্ষী থাকতে চলেছে রাজডাঙা। যুব দিবস উপলক্ষে ১২ জানুয়ারি রাজডাঙা খেলার মাঠে অনুষ্ঠিত হতে চলেছে একটি বিশেষ কনসার্ট, যেখানে একসঙ্গে শোনা যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লেখা ও সুর করা ৩২টি গান।

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) গান নিয়ে বিরল কনসার্ট

সুরুচি সংঘের থিম সং হোক বা মহালয়ার দিনে প্রকাশিত গান, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৈরি বহু গানই জনপ্রিয়তায় শীর্ষে পৌঁছেছে। পেয়েছে মিলিয়ন ভিউ, এমনকি প্লাটিনাম ডিস্কও। তবে এতদিন সেই সমস্ত গান একসঙ্গে কোনওদিনও এক মঞ্চে পরিবেশিত হয়নি। এবারই প্রথম মুখ্যমন্ত্রীর লেখা সব গান একসঙ্গে শোনার সুযোগ পেতে চলেছে সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ বিধানসভা ভোটের আগেই আসরে অভিষেক! SIR শুরু হলে কি করতে হবে? দলকে স্পষ্ট বার্তা দিতে বৈঠক ৮-এ

কোন শিল্পীরা থাকছেন কনসার্টে?

এই বিশেষ কনসার্টে গান গাইবেন জনপ্রিয় শিল্পীরা, যথা, ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, অরিত্র প্রমুখ। তাঁদের কণ্ঠে মুখ্যমন্ত্রীর লেখা ও সুর করা ৩২টি গান শোনা যাবে একই মঞ্চে।

পিঠেপুলি উৎসবও থাকছে

বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষ জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) অনুমতি নিয়েই এই কনসার্টের আয়োজন করা হয়েছে। পাশাপাশি রাজডাঙা ক্লাব সমন্বয়ের উদ্যোগে শুরু হচ্ছে ৫ দিনের পিঠেপুলি উৎসবও। ১২ জানুয়ারি থেকে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। অন্যান্য দিনও থাকছে নানা সাংস্কৃতিক পরিবেশনা।

Kolkata to host Mamata Banerjee’s musical night

আরও পড়ুনঃ ‘আমরা ভয় পাই না, নিয়ম মেনেই কাজ করব’, মুখ্যমন্ত্রীর বার্তায় তীব্র প্রতিক্রিয়া BLO দের

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শুধু রাজনীতিক নন, শিল্পী হিসেবেও তাঁর একটি বড় পরিচিতি রয়েছে। সেই পরিচয়কেই এবার সম্মান জানাতে চলেছে রাজডাঙা। এই কনসার্টের আয়োজন নিঃসন্দেহে হয়ে উঠতে চলেছে ২০২৫ সালের অন্যতম আলোচিত সাংস্কৃতিক অনুষ্ঠান।