বাংলা হান্ট ডেস্কঃ সদ্য উদ্বোধন হওয়া দিঘার জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple) ঘিরে উচ্ছ্বাস এখনও তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে যখন বিশাল আয়োজনের মাধ্যমে উদ্বোধন হয় দিঘার জগন্নাথ মন্দির। গোটা সৈকত শহরে এখন একটাই ধ্বনি, “জয় জগন্নাথ”। কিন্তু এই মন্দির ঘিরেই এবার নাম জড়াল এক বড়সড় প্রতারণা চক্রের।
মন্দির (Digha Jagannath Temple) চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ
দিঘার এই নতুন মন্দিরে (Digha Jagannath Temple) নিরাপত্তাকর্মী পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছিল দীর্ঘদিন ধরে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে দিঘা থানার পুলিশ (Digha Police)। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তের পরে গ্রেফতার করা হয় ২ জনকে।
ধৃতদের নাম স্নেহাশীষ কুমার ও সুরজিৎ বেরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মন্দিরে (Digha Jagannath Temple) নিরাপত্তারক্ষী নিয়োগের নামে এই ২জন এলাকায় ঘুরে ঘুরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলছিল। একাধিক প্রার্থীর কাছ থেকে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ উঠে আসে। অবশেষে এক ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে, পুলিশ তদন্তে নামে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় ধৃতদের।
আরও কেউ জড়িত? তদন্তে নেমেছে পুলিশ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই প্রতারণা চক্রে আরও কেউ বা কারা জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। গোটা কাণ্ডে বড় কোনো সিন্ডিকেট কাজ করছে কি না, তাও খতিয়ে দেখছে তদন্তকারীরা।
জগন্নাথ মন্দিরকে (Digha Jagannath Temple) ঘিরে দিঘায় পর্যটনের নয়া সম্ভাবনা তৈরি হয়েছে। রথযাত্রা উপলক্ষে দিঘায় উপচে পড়েছিল ভিড়। মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে এই মন্দির উদ্বোধন করেন। পুরীর আদলে তৈরি হওয়া এই জগন্নাথ মন্দির নিয়ে রাজ্য সরকারের ভিশন ছিল সুস্পষ্ট। সেই মন্দির ঘিরেই এমন চক্রের সক্রিয়তা সামনে আসায় স্বাভাবিক ভাবেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মন্দির (Digha Jagannath Temple) উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই এই ধরনের প্রতারণা প্রশাসনিক নজরদারির অভাবকেই চোখে আঙুল দিয়ে দেখায়। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্য দ্রুত তদন্ত এবং অভিযুক্তদের শাস্তির দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারা।