‘DA মামলার রায়ের প্রভাব গোটা দেশব্যাপী পড়বে’, সুপ্রিম শুনানিতে আর কী কী বললেন দুই বিচারপতি?

Published on:

Published on:

dearness allowance case

বাংলা হান্ট ডেস্কঃ হাইভোল্টেজ সোমে সুপ্রিম কোর্টে (Supreme Court) উঠল রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মামলা (Dearness Allowance)। এদিন সুপ্রিম কোর্ট যা পর্যবেক্ষণ দিল তাতে বুকে জল এল সরকারি কর্মীদের। এদিন আগামী সোমবার এই মামলার শুনানি করার জন্য রাজ্যের তরফে আবেদনে করে বলা হয়। তবে রাজ্যের সেই আর্জি খারিজ করে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ জানিয়ে দিল, ‘প্রয়োজনে রোজ ডিএ মামলার শুনানি হবে।’ আর কী কী বললেন দুই বিচারপতি?

মঙ্গলবার DA মামলার শুনানি | Dearness Allowance

গত ১৬ মে অন্তর্বর্তী নির্দেশে সুপ্রিম কোর্ট বকেয়া ডিএ-র ২৫% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্যকে। ছ’সপ্তাহের মধ্যে তা মেটানোর নির্দেশ দিয়েছিল আদালত। তবে রাজ্য আরও ৬ মাস সময় চেয়েছে সুপ্রিম কোর্টের কাছে। এদিনও শুনানির শুরুতেই রাজ্য সরকারের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, ‘টাকার পরিমাণটা অনেক বেশি, তাই সময় প্রয়োজন। ইতিমধ্যে রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছে। পুরো প্রক্রিয়া ভালো ভাবে দেখতে হবে।’

সুপ্রিম নির্দেশ ছিল ২৫ শতাংশ ডিএ দিতে হবে। সেই বিষয়টি কার্যকর করতে ২ মাস সময় লাগবে বলে স্পষ্টভাবে জানানো হয়। তিঁনি আরও বলেন, “হাইকোর্ট বা ট্রাইব্যুনাল, কেউই টাকার পরিমাণ জানায়নি। বকেয়া ডিএ-র অর্থের পরিমাণ কত হবে, তা হাইকোর্ট বা ট্রাইব্যুনাল স্পষ্ট করেনি।”

আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কত পরিমাণ অর্থ দিতে (quantify) হবে, সেই বিষয়ে ওই কমিটি খতিয়ে দেখছে। সেই অর্থের পরিমাণ সুপ্রিম কোর্টের তরফে স্পষ্ট করে দেওয়ার জন্য আবেদনও জানান আইনজীবী। বিচারপতির মন্তব্য, ‘বিষয়টি খুব সহজ। আমরা আপনাদের বক্তব্য শুনিনি, এমন কোনও অভিযোগ থাকবে না।’

আরও পড়ুন: বকেয়া DA মামলায় জোর ধাক্কা খেল রাজ্য! সুপ্রিম কোর্টের নির্দেশে চাপে মমতা সরকার

দুই বিচারপতির পর্যবেক্ষণ, “এই মামলার রায়ের প্রভাব সারা দেশব্যাপী পড়বে।” রাজ্যের আরেক আইনজীবী রাকেশ দ্বিবেদী, আগামী সোমবার যাতে এই মামলার শুনানি হয় সেই আর্জি জানান। তবে সেই আর্জি খারিজ করে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল, মঙ্গলবার এই মামলার ফের শুনানি হবে। বিচারপতি সঞ্জয় করোল স্পষ্ট বলেন, ‘আমরা আগেই বলেছি, দ্রুত শুনানি হবে। আগামিকালই বিস্তারিত শুনানি হবে।’