বাংলা হান্ট ডেস্ক: বর্ষাকালে নানান ধরনের ত্বকের সমস্যা বেড়ে যায়। পাশাপাশি বেড়ে যায় ত্বকে তেলের পরিমাণ। এমনকি সারা বছর তৈলাক্ত ত্বকে ও চুলের জন্য যত্ন নেওয়া একান্ত দরকার (Hair Problem)। এমনকি এই তৈলাক্ত ভাব কমানোর জন্য নানান ধরনের প্রডাক্ট ব্যবহার করা হয়। তাতেও মেলেনা আশানুরূপ ফল। তবে ঘরোয়া কিছু উপকরণ আছে যা কিছুট হলেও এই তৈলাক্ত চুলের থেকে সমাধান পাওয়া যায়।
ঘরোয়া কিছু টোটকা ব্যবহার করলে পাবেন মাথার তৈলাক্ত চুল থেকে মুক্তি (Hair Problem)
বর্তমানে কাজের চাপের পাশাপাশি নানান চিন্তায় চুল (Hair) অল্প বয়সেই সাদা হয়ে যায়। এছাড়াও, চুলের স্ক্যাল্পে দেখা যায় নানান সমস্যা। আর উপর বর্ষাকালে এই সমস্যা আরও বেড়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে নানান ধরনের প্রডাক্ট ব্যবহার করা হয় তবে মেলেনা আশানুরূপ ফল। কিন্তু জানলে অবাক হবেন, ঘরোয়া কিছু উপকরণ ব্যবহার করে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব।
আমলকি: আমলকি শরীরের জন্য উপকারী। তেমনি আমলকি চুলের জন্য বেশ উপকারী। ৩ টেবিল চামচ আমলকির পাউডার বা আমলকি বাটার সঙ্গে ১ টেবিল চামচ দই মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি মাথার ত্বকে ভালো ভাবে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। তার পর ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে অন্তত ২ বার ব্যবহার করলে উপকার পাবেন।
আরও পড়ুন: রাখি পূর্ণিমার আগে সোনার দাম বাড়ল না কমল? ১ গ্ৰাম কিনতে কত খরচ হবে, রইল আজকের রেট
অ্যাপল সাইডার: অ্যাপেল সাইডার জলের সঙ্গে মিশিয়ে তাতে অল্প পরিমাণ এসেনসিয়াল অয়েল মিশিয়ে এই মিশ্রণটি মাথার ত্বকে লাগান। তার পর ভালো করে মাসাজ করে নিন। ৩০ মিনিট মতো রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। প্রতিদিন এই টোটকা ব্যবহার করলে সুফল পাবেন।
পেঁয়াজ: পেয়াজের রস চুলের জন্য ভীষন উপকারী। ২ টেবিল চামচ পেঁয়াজের রসের সঙ্গে ২ টেবিল চামচ দই এবং ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে সেই মিশ্রণ মাথার ত্বকে লাগিয়ে রাখুন। এরপর আধঘন্টা পর মাথা ধুয়ে ফেলুন।