বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের একাধিক জেলা এখন কার্যত জলের তলায়। প্রবল বৃষ্টির জেরে পরিস্থিতি এমনিতেই উদ্বেগজনক ছিল, তার মধ্যেই DVC জলাধার থেকে ব্যাপক হারে জল ছাড়ায় আরও ঘনীভূত হয়েছে সংকট। এই পরিস্থিতিকে কেন্দ্র করে DVC-কে ফের একবার তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, এটি ‘ম্যান-মেড ফ্লাড’ এবং বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রেরই অংশ।
‘আবারও বাংলাকে ডুবিয়ে দিল’, বললেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) একটি পোস্টে লেখেন“DVC-র ‘বন্যা নিয়ন্ত্রণ’ আবারও বাংলাকে ডুবিয়ে দিল।” তাঁর দাবি, কেন্দ্রের অধীনস্থ এই সংস্থাটি বারবার বাংলার ক্ষতি করছে। DVC’র এই ভূমিকা যে কেন্দ্রীয় সরকারের বাংলাবিরোধী মনোভাবের প্রতিফলন, তাও স্পষ্ট করেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পরিসংখ্যান দিয়ে জানান, ২০২৪ সালের জুন-জুলাই মাসে DVC থেকে জল ছাড়া হয়েছিল ৪,৫৩৫ লক্ষ কিউবিক মিটার। ২০২৫ সালের জুন-জুলাই মাসে ছাড়া হয়েছে ৫০,২৮৭ লক্ষ কিউবিক মিটার। অর্থাৎ, গত বছরের তুলনায় এবছর ১১ গুণ এবং ২০২৩ সালের তুলনায় ৩০ গুণ বেশি জল ছাড়া হয়েছে, যা বাংলায় বন্যার পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছে।
গত বছর এই জলছাড়ার বিরোধিতায় DVC বোর্ড এবং ডিভিআরআরসি-র সদস্যপদ থেকে রাজ্যের প্রতিনিধিদের প্রত্যাহার করেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। কিন্তু জলছাড়া বন্ধ হয়নি। এদিকে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পুরুলিয়া-সহ একাধিক জেলা এখন বন্যার কবলে। কোথাও ভেলায় দেহ ভাসিয়ে নিয়ে যেতে হচ্ছে, কোথাও আবার পানিতে ডুবে মৃত্যু হয়েছে শিশুরও। বৃষ্টির পূর্বাভাস থাকায় আগামী দিনে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুনঃ এক মিনিট আগেই গড়বেতা পেরোয় রাজধানী এক্সপ্রেস, তারপরেই বিস্ফোরণ! কেঁপে উঠল জঙ্গলমহল
DVC থেকে অতিরিক্ত জলছাড়া, টানা বৃষ্টি ও অপর্যাপ্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা, সব মিলিয়ে রাজ্যে এক ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) একে ‘ষড়যন্ত্রমূলক ম্যান-মেড বন্যা’ বলে উল্লেখ করেছেন। এখন দেখার, এই পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে সমন্বয় আদৌ গড়ে ওঠে কিনা।