বাংলা হান্ট ডেস্কঃ হাইভোল্টেজ ২২ জানুয়ারি। একদিকে রাম মন্দিরের (Ayodhya Ram Mandir Inauguration) প্রাণ প্রতিষ্ঠা উত্সব। যা নিয়ে সর্বত্র সাজ সাজ রব। অন্যদিকে এই একই দিনে নয়া কর্মসূচীর ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সোমবার কলকাতায় সর্বধর্ম মিছিলের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। “আগামী ২২ জানুয়ারী কলকাতায় ‘সম্প্রীতি মিছিল’ করা হবে।” এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একসঙ্গে হাঁটা হবে কালীঘাট থেকে পার্ক সার্কাস।
হাঁটতে আগাগোড়াই ভালোবাসেন মমতা। তবে সেই পঞ্চায়েত ভোটের সময় পায়ে বেজায় চোট পেয়েছিলেন। সার্জারির পর বহুদিন বিশ্রামেও ছিলেন। মুখ্যমন্ত্রীর পায়ের ব্যথা এখন আর নেই। তাই এই ২২ জানুয়ারীর মিছিল নিয়ে বিশেষ উৎসাহী মমতা, এমনটাই শোনা যাচ্ছে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রথমে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে শুরু হবে কর্মসূচী। বিকেল ঠিক তিনটের সময়ে একাই কালীঘাটে পুজো দিতে যাবেন মমতা। তারপর সেখান থেকে বেরিয়ে হাজরা মোড় থেকে শুরু করে সেই মিছিল বালিগঞ্জ ফাঁড়িতে পৌঁছবে। তবে এর পর একটা স্কুটারে চেপে কিছুক্ষণের জন্য বেরিয়ে যাবেন মমতা। সেই সময় কোথায় যাবেন মুখ্যমন্ত্রী?
দলীয় সূত্রে খবর, সেই সময় কিছুক্ষণের জন্য কাছে একটা মাজারে যাবেন মমতা। সেখানেও একাই যেতে চান মুখ্যমন্ত্রী। অন্তত এমনটাই ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। তবে এই পরিকল্পনা কতটা সফল হবে সেই নিয়ে প্রশ্ন রয়েই যায়। কারণ এই দিন রাজ্যে অন্য দলেরও একাধিক কর্মসূচী রয়েছে।
প্রসঙ্গত মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি জানান, রামমন্দির উদ্বোধনের দিন তৃণমূল বিশেষ কর্মসূচি পালন করবে। মুখ্যমন্ত্রী বলেন, “২২ জানুয়ারি একটি মিছিল করব আমি, এটা দলের প্রোগ্রাম। তৃণমূলের প্রোগ্রাম। নিজে একটা মিছিল করব আমি।”
আরও পড়ুন: স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পেতে হলেই এবার হাসপাতালের আগে ছুটতে হবে থানায়! কেন?
মুখ্যমন্ত্রী বলেন, “প্রথমে নিজে কালীমন্দিরে যাব আমরা। সবাই যাবে না। আমি যাব। সেখানে মায়ের কাছে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে সভা করব। কালী মাকে ছুঁয়ে, মন্দির, মসজিদ, গুরুদ্বার, ওখানে অনেক গির্জাও রয়েছে, সব ছুঁয়ে যাব, সকলকে নিয়ে এই সভা করব। তৃণমূলের সভা, তবে শুভান্যুধায়ী, সাধারণ মানুষ, তারাও আসতে পারেন সংহতি মিছিলে।”