বাংলা হান্ট ডেস্কঃ স্বাধীনতা দিবসের আগেই রাজ্যের ট্রেনযাত্রীদের জন্য সুখবর! এবার শিয়ালদহ-রানাঘাট রুটে যাতায়াত আরও আরামদায়ক করতে চালু হচ্ছে পূর্ণ এসি লোকাল ট্রেন (AC Local Train)। দেশের তৃতীয় এবং পূর্ব ভারতের প্রথম শহর হিসেবে কলকাতা পাচ্ছে এই পরিষেবা। পূর্ব রেল জানিয়ে দিয়েছে সূচি, ভাড়া এবং কোথায় কোথায় থামবে এই আধুনিক লোকাল ট্রেন।
নতুন এসি লোকালের (AC Local Train) সময়সূচি ও রুট
পূর্ব রেল জানিয়েছে, আপাতত এক জোড়া এসি লোকাল চলবে শিয়ালদহ ও রানাঘাটের মধ্যে।
- সকালের ট্রেনটি ছাড়বে রানাঘাট থেকে সকাল ৮টা ২৯ মিনিটে, শিয়ালদহ পৌঁছবে ১০টা ১০ মিনিটে।
- সন্ধ্যার ট্রেনটি ছাড়বে শিয়ালদহ থেকে ৬টা ৫০ মিনিটে, রানাঘাট পৌঁছবে রাত ৮টা ৩২ মিনিটে।
এই ট্রেনটি থামবে: বিধাননগর, দমদম, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী ও চাকদহে।
ভাড়া ও সুবিধাসমূহ
রেল কর্তৃপক্ষ আগেই জানিয়েছে এসি লোকালের (AC Local Train) ভাড়া:
- শিয়ালদহ–দমদম: ₹৩৫ (মাসিক ₹৬২০)
- শিয়ালদহ–ব্যারাকপুর: ₹৬০ (মাসিক ₹১২৭৫)
- শিয়ালদহ–নৈহাটি: ₹৯০ (মাসিক ₹১৮১০)
- শিয়ালদহ–রানাঘাট: ₹১২০ (মাসিক ₹২৪৩০)
১২ কামরার এই লোকাল ট্রেনটি পুরোপুরি বাতানুকূল এবং স্টেনলেস স্টিল দিয়ে তৈরি। প্রতিটি কামরায় থাকবে স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা, ১১২৮টি আসন, সিসিটিভি ক্যামেরা, জিপিএস নিয়ন্ত্রিত ইনফরমেশন সিস্টেম, এবং মালপত্র রাখার জন্য শক্তপোক্ত তাক। ট্রেন চলবে ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিবেগে।
গরম, ঘাম ও যাত্রাপথের ভিড় থেকে মুক্তি পেতে চলেছেন শিয়ালদহ-রানাঘাট রুটের নিত্যযাত্রীরা। স্বাধীনতা দিবসের ঠিক আগে এই নতুন এসি লোকাল (AC Local Train) পরিষেবা শহরের রেলপরিবহণে আনবে বড়সড় পরিবর্তন। এখন শুধু সময়ের অপেক্ষা, যাত্রীদের নতুন এসি লোকাল ট্রেনের অভিজ্ঞতা কেমন হয়, সেটাই দেখার।