১১ ফেব্রুয়ারি উড়ানে চেপে রামলালার দর্শনে যাচ্ছেন শুভেন্দু, অযোধ্যা যাত্রায় কাদের সাথে নিচ্ছেন তিনি?

বাংলাহান্ট ডেস্ক: ৫৫০ বছরের অপেক্ষা শেষে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা (Ayodhya Ram Mandir Inauguration) হয়েছে অযোধ্যায়। দেশজুড়ে যেন উৎসব। যদিও সোমবার রামমন্দির উদ্বোধনের দিন ভিআইপি ছাড়া সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না মন্দির চত্বরে। তবে গতকাল মঙ্গলবার থেকে সর্বসাধারণের রাম দর্শনের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দ্বার।

একবার নিজের চোখে রামলালার দর্শনের জন্য উদগ্রীব সকলে। নেমেছে দর্শণার্থীদের ঢল। মন্দির কমিটির পরিসংখ্যান অনুযায়ী, প্রথম দিনই রামের দর্শনে আসা ভক্তদের সংখ্যা ছাড়িয়েছে ৫ লক্ষের গন্ডি। আপাতত এই ট্রেন্ডই বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে হেভিওয়েট অযোধ্যায় রাম দর্শনের পরিকল্পনা করছেন অনেকেই।

এরই মধ্যে শোনা যাচ্ছে, রাম দর্শনে শীঘ্রই অযোধ্যা পাড়ি দিচ্ছেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দলীয় দলীয় সূত্রে খবর, আগামী ১১ ফেব্রুয়ারি একদিনের জন্য অযোধ্যা সফরে যাচ্ছেন বিরোধী দলনেতা। সাথেই যাচ্ছেন বাংলার অন্যান্য বিজেপি বিধায়করা।

জানা যাচ্ছে, আগামী ১১ ফেব্রুয়ারি বঙ্গ বিজেপি বিধায়কদের নিয়ে রামলালার দর্শনে যাবেন শুভেন্দু। আবার সব সেরে সেই দিনই কলকাতায় ফেরত আসবেন সকলে। আপাতত এমনটাই পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর। যদিও এই বিষয়ে বিরোধী দলনেতা নিজের এখনও কোনও মন্তব্য করেননি।

suvendu ram mandir

আরও পড়ুন: উলুবেড়িয়ায় তুঙ্গে শাসকের গোষ্ঠী কোন্দল, এলাকা ‘দখলের’ লড়াইয়ে মুখোমুখি দুই তৃণমূল নেতা

দল সূত্রে খবর, ৫ ফেব্রুয়ারি থেকে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে। সেই অধিবেশনে যোগ দিতে বিজেপির উত্তর ও দক্ষিণের সমস্ত বিধায়করা বিধানসভায় জড়ো হবেন। এরই মাঝে ১১ তারিখ রবিবার পড়ায় সেদিন তারা উড়ানে অযোধ্যায় গিয়ে আবার ফিরে আসবেন। পরের দিন ফের সকলে অধিবেশনে যোগ দেবেন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর