অ্যায় খুদা গাওয়ায় নেমে যেতে হয়েছিল মঞ্চ থেকে! এবার রাম বন্দনা স্নিগ্ধজিতের কন্ঠে

বাংলাহান্ট ডেস্ক : জি বাংলা সারেগামাপা-র মঞ্চ থেকে পথচলা শুরু বুনিয়াদপুরের স্নিগ্ধজিৎ ভৌমিকের। সুরপ্রেমীদের কাছে স্নিগ্ধজিৎ এখন একটি পরিচিত নাম। তবে সবার প্রিয় গায়ক রাম মন্দির প্রতিষ্ঠার দিন শিকার হলেন ধর্ম-বিদ্বেষের। স্নিগ্ধজিতের অভিযোগ, অরিজিৎ সিং এর ‘অ্যায় খুদা’ গান মঞ্চে গাইতে শুরু হলেই তাকে কটাক্ষের শিকার হতে হয়।

নেমে যেতে বলা হয় মঞ্চ থেকে। স্নিগ্ধজিৎ এই ব্যাপারে ফেসবুকে লিখেছেন,  ‘শিল্পীরা কি হিন্দু মুসলিম দেখে গান গাইবে? শিল্পীর কাছে আল্লাহ-ঈশ্বর-ভগবান কি আলাদা?’  যদিও এই দিনেই তার গাওয়া রামভজন ‘জয় জয় শ্রী রাম’ গানটি মুক্তি পেয়েছে। সোমবারের অনুষ্ঠানে সিগ্ধজিতের গলায় জয় শ্রীরাম ধ্বনিও শোনা যায়। তারপর তিনি যখন ‘অ্যায় খুদা’ গানটি ধরেন তখন বদলে যায় পরিস্থিতি।

আরোও পড়ুন : ‘আরেকটু হলে মরেই যেতাম’, ভয়াবহ দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন মমতা

স্নিগ্ধজিতের কথায়,  ‘আজ নিজের খুব লজ্জা লাগছে, ভয় লাগছে , আজ মঞ্চে অরিজিৎ সিং দার ‘ইয়ে খুদা’ গানটা গাওয়ার জন্য মঞ্চ থেকে নেমে যেতে বলা হলো? এত জায়গায় এই গানটা গেয়েছি কোথাও তো এরম হয়নি, আজ কেনো এরম হলো?

তিনি আরোও বলেন, ‘আজ অনুষ্ঠানে তো আমি ‘রাম ভজন’ ও গেয়েছিলাম, ‘জয় শ্রী রাম’ ও বলেছিলাম, নিরপেক্ষ ভাবে বলেছি, মনের আনন্দে বলেছি , সমস্ত দর্শকবন্ধুরা সেই আনন্দে সামিল হয়েছে, তবে কি গুরুজন শ্রী চণ্ডীদাসের ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ এই উক্তিটি ভুল হয়ে গেলো? কিছু ভুল বললে ক্ষমা করবে সবাই, বাকি সবাই তোমাদের মতামত জানিও’।

99436119

উত্তরবঙ্গের ছেলে স্নিগ্ধজিৎ ইতিমধ্যেই প্লেব্যাক করেছেন সিনেমায়। তার ‘বিক্রম বেদা’ ছবিতে অ্যালকোহোলিয়া গানটি বেশ জনপ্রিয় হয়েছে। এছাড়াও ‘বাঘাযতীন’ ছবিতে প্লেব্যাক করেছেন তিনি। অরিজিতের সাথে  ‘বিয়ে বিভ্রাট’ ছবিতে ডুয়েট গানও গেয়েছেন বাংলার এই কৃতি সন্তান।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর