এবার বিশ্বকে রক্ষা করবে ভারতের অস্ত্র! রপ্তানি করা হবে ব্রহ্মোস মিসাইলও, চাইছে একাধিক দেশ

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে বিশ্বে চিকিৎসা সরঞ্জাম, খাদ্য সামগ্রী সহ আরও একাধিক জিনিস রপ্তানির পর ভারত (India) এখন ব্রহ্মোস মিসাইলের (BrahMos Missile) মতো অত্যাধুনিক এবং উৎকৃষ্ট অস্ত্র সিস্টেম বিক্রি করবে। ইতিমধ্যেই DRDO (Defence Research & Development Organisation)-র চেয়ারম্যান ড. সমীর ভি কামাত এই তথ্য জানিয়েছেন।

তিনি গত বৃহস্পতিবার বলেছেন যে, ভারত আগামী ১০ দিনের মধ্যে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইলের গ্রাউন্ড সিস্টেম রপ্তানি শুরু করবে। এরপর চলতি বছরের মার্চ থেকে ক্রুজ মিসাইল রপ্তানিও শুরু হবে। তিনি বলেন, আমরা ফিলিপিন্সে অনেক অস্ত্র রপ্তানি করেছি। এখন আরও কয়েকটি দেশ এটির রপ্তানির জন্য বলেছে।

Various countries are showing interest in buying BrahMos missiles

কামাত জানান, ১০ দিনের মধ্যে ব্রহ্মোসের গ্রাউন্ড সিস্টেম ফিলিপিন্সে পাঠানো হবে। এরপর মার্চের মধ্যে মিসাইল পাঠানো হবে। সমীর কামাত বলেন, “প্রায় ৪.৯৪ লক্ষ কোটি টাকার DRDO-র পণ্যের জন্য আগ্রহ দেখানো হয়েছে। আমরা আগের চেয়ে বেশি অর্ডার পেয়েছি এবং দ্রুত অগ্রগতি করছি। গত ৫ বছরের তুলনায় এই সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। আমার অনুমান এখনও পর্যন্ত মোট রপ্তানির মধ্যে প্রায় ৭০ শতাংশ অস্ত্র রপ্তানি হয়েছে গত ৫ থেকে ৭ বছরে।”

আরও পড়ুন: পাত্তা পাবে না আরব! এবার ভারতেই জলের দরে পেট্রোল-ডিজেল, দেশবাসীকে সুখবর দিতে চলেছেন আম্বানি

ড. সমীর কামাত বলেন, “আগামী কয়েক বছরের মধ্যে আমাদের বিভিন্ন অস্ত্র বিদেশি সেনাবাহিনীতে থাকবে। এছাড়াও আকাশ মিসাইল, অর্জুন ট্যাঙ্ক, লাইট এয়ারক্রাফটের মতো বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জামও রপ্তানি করা হবে। একাধিক দেশ এই বিষয়ে আগ্রহ দেখিয়েছে।” উল্লেখ্য যে, ভারত ইতিমধ্যেই আর্মেনিয়ার মতো দেশে অস্ত্র রপ্তানি করছে। এদিকে, সামগ্রিকভাবে এহেন রপ্তানির বিষয়টি ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রের জন্য একটি বড় ব্যাপার।

আরও পড়ুন: অবশেষে ফাঁস হল আসল কীর্তি! ইস্টবেঙ্গলকে হারাতে তুকতাক করেন জামশেদপুরের কোচ, মিলল প্রমাণ

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারত ২০২৩ সালেও ডিফেন্স এক্সপোর্টের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। ভারত বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১৬ হাজার কোটি টাকার অস্ত্র বিক্রি করেছে। যেটি হল এখনও পর্যন্ত সবচেয়ে বড় পরিসংখ্যান। এর আগে ২০২২ সালেও ১৩ হাজার কোটি টাকার অস্ত্র চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পাশাপাশি, ভারতে ডিফেন্স প্রোডাকশন রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। পরিসংখ্যান অনুসারে, ভারতে প্রথমবারের মতো ১ লক্ষ কোটি টাকার ডিফেন্স প্রোডাকশন হয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর