চমকের পর চমক! এবার রিঙ্কুর দাপটের কাছে পরাজিত রোহিত-কোহলি, নয়া নজির গড়লেন টিম ইন্ডিয়ার তারকা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন রিঙ্কু সিং (Rinku Singh)। অল্প সময়ের মধ্যেই তিনি তাঁর দক্ষতার মাধ্যমে সবাইকে অবাক করেছেন। শুধু তাই নয়, রিঙ্কুর ধারাবাহিক পারফরম্যান্সের এর ওপর ভর করে তিনি ইতিমধ্যেই ভরসাযোগ্য ফিনিশারের তকমাও পেয়েছেন। আর যে কারণেই, ভবিষ্যতের ভারতীয় ক্রিকেট টিমে যে তিনি একজন গুরুত্বপূর্ণ সদস্য হতে চলেছেন এই বিষয়টি সকলেই মনে করেছেন।

ঠিক এই আবহেই, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রিঙ্কু তাঁর এই সংক্ষিপ্ত কেরিয়ারের মধ্যেই এবার এক বিরাট ফলাফল অর্জন করেছেন। যেটি সাম্প্রতিক এক তালিকায় স্পষ্ট হয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (International Cricket Council) তথা ICC সর্বশেষ T20 ক্রম তালিকায় রিঙ্কু তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করে কোহলি এবং রোহিতদের মতো তারকাকেও হারিয়ে দিয়েছেন।

Rinku Singh beat Rohit Kohli

বিরাট কোহলি, রোহিত শর্মাকে পিছনে ফেললেন রিঙ্কু: মূলত, বিধ্বংসী T20 ব্যাটসম্যানদের ক্রম তালিকায় এবার বিরাট লাফ দিয়েছেন ভারতের এই তারকা খেলোয়াড়। বলা ভালো ওই তালিকায় রীতিমতো দাপট দেখিয়েছেন রিঙ্কু। প্রকাশিত তালিকা অনুযায়ী জানা গিয়েছে যে, সর্বশেষ ক্রমের ভিত্তিতে ৩৯ ধাপ এগিয়ে এসেছেন খেলোয়াড়। এমতাবস্থায় ৫৪৮ রেটিং পয়েন্ট নিয়ে তিনি বর্তমানে রয়েছেন ৩১ নম্বর স্থানে।

আরও পড়ুন: এবার বিশ্বকে রক্ষা করবে ভারতের অস্ত্র! রপ্তানি করা হবে ব্রহ্মোস মিসাইলও, চাইছে একাধিক দেশ

এর পাশাপাশি এই তালিকায় ভারত অধিনায়ক রোহিত শর্মাও অনেকটা এগিয়ে এসেছেন। রোহিত শর্মা বর্তমানে ১৯ ধাপ এগিয়ে ৪৯ তম স্থানে উঠে এসেছেন। অপরদিকে, এই তালিকায় ২ ধাপ পিছিয়ে গিয়েছেন কিং কোহলি। বর্তমান তালিকা অনুযায়ী, তিনি ৪৬ নম্বরে নেমে গিয়েছেন।

আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে হাইকোর্টে চরম ভর্ৎসনার শিকার রাজ্য, দেওয়া হল “ফালতু” যুক্তি

রিঙ্কুর অভিষেক: উল্লেখ্য যে, গত বছরের অগাস্টে T20 সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২৬ বছর বয়সী রিঙ্কুর। পাশাপাশি, ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এর পরে তিনি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের বিরুদ্ধে T20 সিরিজে দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। বর্তমানে তিনি T20 দলে প্রতিনিয়ত সুযোগ পাচ্ছেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর