এক ক্লিকেই গিরগিটির মতো রঙ বদলায় গাড়ি! নীতা অম্বানির বিলাসবহুল বাহনটির দাম কত জানেন?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে ভারত তথা এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি মুকেশ অম্বানি। লক্ষ লক্ষ কোটি টাকার সম্পত্তির মালিক তিনি। তবে জানলে অবাক হবেন, দেশের ধনীতম ব্যক্তির তকমা নিজের দখলে রাখলেও দেশের সবথেকে দামী গাড়িটি কিন্তু তিনি চালান না। বরং সেটির মালকিন তাঁর স্ত্রী নীতা অম্বানি (Nita Ambani)। অত্যাধুনিক প্রযুক্তির Audi A9 Chameleon গাড়ি রয়েছে তাঁর। প্রযুক্তি, ডিজাইন থেকে দাম সবটাই চোখ ধাঁধিয়ে দেওয়া!

নীতা অম্বানির (Nita Ambani) গাড়ির বিশেষত্ব

নামের সঙ্গে সামঞ্জস্য রেখে এই গাড়িতে রয়েছে রঙ বদলানোর প্রযুক্তি, যা ইলেকট্রিক কালার শিফট সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত। একটি বোতাম টিপলেই নিমেষে গিরগিটির মতোই রঙ বদলায় এই গাড়ি। অত্যাধুনিক এই প্রযুক্তি বিশ্বে খুবই কম সংখ্যক গাড়িতে রয়েছে। এই প্রযুক্তিই গাড়িটিকে আরও বিশেষ করে তোলে। প্রায় ৫ মিটার লম্বা গাড়িটিতে রয়েছে ৮.০ লিটার V৮ শক্তিশালী ইঞ্জিন, যা সর্বোচ্চ ৬০০ হর্সপাওয়ার শক্তি উৎপাদনে সক্ষম। মুহূর্তের মধ্যে ঘন্টায় ১০০ কিমি পর্যন্তও গতি তুলতে পারে নীতা অম্বানির (Nita Ambani) এই গাড়ি।

What are the features of Nita Ambani Car

কী কী ফিচার্স রয়েছে: নিরাপত্তার দিকটা মাথায় রেখে গাড়িতে রাখা হয়েছে উন্নত সাসপেনশন এবং অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম। এছাড়াও এয়ারব্যাগ, ট্র্যাকশন কন্ট্রোল থেকে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম রয়েছে নীতার (Nita Ambani) গাড়িতে। গাড়িটির ফিচার্স চমকে দিতে পারে যে কাউকে। অত্যন্ত প্রশস্ত এবং বিলাসবহুল কেবিনের ইন্টিরিয়র ডিজাইনে প্রিমিয়াম লেদার, উড ফিনিশ ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন : ১ লাখেরও কম দামে চোখ ধাঁধানো ফিচার্স, ৫৫ কিমি পর্যন্ত উঠবে গতি, এটাই দেশের সবথেকে সস্তা ই-স্কুটার

গাড়িটির দাম কত: নীতা অম্বানির (Nita Ambani) গাড়িতে রয়েছে অত্যাধুনিক সাউন্ড সিস্টেম, এআই ড্রাইভিং অ্যাসিস্ট ফিচার, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, অ্যাম্বিয়েন্ট লাইটিং, হিটেড কুলড সিট, নেভিগেশন সিস্টেম থেকে ভয়েস কন্ট্রোল ফিচার।

আরও পড়ুন : সত্যি হতে চলেছে ‘দিবাস্বপ্ন’, বই খুলেই পরীক্ষা দিতে পারবে পড়ুয়ারা! বড় সিদ্ধান্তের পথে CBSE

উল্লেখ্য, বিশ্বে হাতে গোনা ব্যক্তির কাছেই রয়েছে এই Audi A9 Chameleon। মাত্র ১১ জনের কাছে রয়েছে এই বিশেষ গাড়ি। মর্যাদার ক্ষেত্রেও তাই আলাদাই মাত্রা রাখে এই গাড়ি।